বিলাসবহুল গাড়ি সংস্থাগুলোর মধ্যে ভক্সওয়াগন অন্যতম। এবার নতুন একটি গাড়ি আনলো বাজারে। গোলফ জিটিআই গাড়িটির দিকে নজর সবার। ভক্সওয়াগেন গাড়ি মানেই আলাদা একটা আভিজাত্য তাতে। এবারের গাড়িটি দারুণ লুক, ডিজাইনের জন্য সবার নজর কেড়েছে।

ভক্সওয়াগেন সংস্থার রেঞ্জের মধ্যে সবচেয়ে আইকনিক গাড়িগুলোর মধ্যে একটি এই গোলফ জিটিআই। তবে এটি আসলে হট হ্যাচব্যাক। এটি সর্বশেষ ও গোলফ জিটিআই-এর নতুন প্রজন্মের গাড়ি।

গোলফ জিটিআই-তে একটি ২.০ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন রয়েছে যা ২৬৫ হর্সপাওয়ার এবং ৩৭০এনএম তৈরি করে। যার অর্থ এটি ৫.৯ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার/ঘণ্টা ছুটতে পারে। স্ট্যান্ডার্ড হলো প্যাডেল শিফটার সহ একটি ৭ স্পিড ডুয়াল ক্লাচ অটোমেটিক।

স্টাইলিং অনুসারে গোলফ জিটিআই একটি আক্রমণাত্মক চেহারা নিয়ে আসে। যার মধ্যে রয়েছে স্লিক হেডল্যাম্প, x আকৃতির ফগ ল্যাম্প ও একটি লাইট কানেকটেড গ্রিল। এতে পাবেন ১৮ ইঞ্চি অ্যালয় হুইল। পেছনের স্টাইলিংয়ে রয়েছে টুইন ক্রোম এক্সহস্ট যা পারফরম্যান্স ফোকাসকে মাথায় রেখে করা হয়েছে।

গলফ জিটিআইতে রয়েছে ১২.৯ ইঞ্চি টাচস্ক্রিন, ১০.২৫ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এডিএএস, প্লেড সিট, ৭ স্পিকার অডিও সিস্টেম, ওয়্যারলেস অ্যাপ সংযোগ, রিয়ার ক্যামেরা এবং পার্ক দূরত্ব নিয়ন্ত্রণ, প্যানোরামিক সানরুফ, ৩ জোন ক্লাইমেট কন্ট্রোল, রিয়ার এসি ভেন্ট এবং আরও অনেক কিছু।

গলফ জিটিআই হলো একটি ৫ দরজার হ্যাচব্যাক যার দৈর্ঘ্য ৪২৮৯ মিমি এবং হুইলবেস ২৬২৭ মিমি। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৩৬ মিমি। বুট স্পেস ৩৮০ লিটার এবং ১২৫৭ লিটার পর্যন্ত করা যায়।

আরও পড়ুন

কেএসকে/এমএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews