পার্মায় ‘জে’ গ্রুপের ম্যাচে ৬-০ গোলে জিতেছে স্বাগতিকরা। গত শনিবার ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছিল রবের্তো মানচিনির দল।

অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণাত্মক শুরু করা ইতালি বিরতির আগেই চারবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

গোল উৎসবের শুরু হয় সপ্তদশ মিনিটে। বাঁ দিকের বাইলাইন থেকে সতীর্থের কাটব্যাক ক্রসে বল ফাঁকায় পেয়ে দারুণ হেডে জালে জড়ান মিডফিল্ডার স্তেফানো সেনসি। ৩২তম মিনিটে বল পায়ে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে ডিফেন্ডারদের কাটিয়ে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে জাল খুজে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজি মিডফিল্ডার মার্কো ভেরাত্তি।

দুই গোল হজমের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই তৃতীয়টি হজম করে অতিথিরা। সেনসির কর্নারে বল ডি-বক্সে মিডফিল্ডার নিকোলাসের হাতে লাগলে পেনাল্টি পায় ইতালি। স্পট কিকে স্কোরলাইন ৩-০ করেন ফরোয়ার্ড ফাবিও কুয়াইয়েরেল্লা।

৪৫তম মিনিটে তরুণ ইউভেন্তুস ফরোয়ার্ড মইজে কেনের জোরালো শট পোস্টে বাঁধা পায়। দুই মিনিট পর ভেরাত্তির শট গোললাইনে ইচ্ছা করে হাত দিয়ে ঠেকিয়ে সরাসরি লাল কার্ড দেখেন সেন্টার-ব্যাক দানিয়েল কাউফমান। স্পট কিকে নিজের দ্বিতীয় গোলটি করেন কুয়াইয়েরেল্লা। ম্যাচ থেকে একরকম ছিটকেই পড়ে ১০ জনের দলে পরিণত হওয়া লিখটেনস্টাইন।

(বিস্তারিত আসছে)



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews