কলকাতায় প্রকাশ্যে ঘুরছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ একাধিক আ.লীগ নেতা

৫ আগস্ট দলীয় নেতাকর্মীদের চূড়ান্ত নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বৈধ-অবৈধ নানা উপায়ে সীমান্তের কাঁটাতার টপকে ভারতে প্রবেশ করে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন অন্তত ৪০০ জন আওয়ামী লীগ নেতাকর্মী। দীর্ঘদিন ভারতের প্রবেশের পর আত্মগোপন করে থাকলেও ধীরে ধীরে প্রকাশ্যে আসছেন তাদের কয়েকজন। তবে কেউ দাড়ি গোঁফ কেটে কেউ আবার দাড়ি গোঁফ বাড়িয়ে কেউ আবার পোশাকের সম্পূর্ণ মেকওভারে আসছেন প্রকাশ্যে। যাদের সামনাসামনি দেখলে হঠাৎ চিনতে পারবেন না তাদের একান্ত পরিজনেরাও।

সম্প্রতি কলকাতার নিউ টাউনের বিনোদন পার্ক ইকো পার্কে দেখা প্রকাশ্যে ডিনারের আয়োজনে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলেসহ আরও কয়েকজনকে।

গেল শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি। দূর থেকে দেখে চেনার উপায় নেই ৫ আগস্টের আগে তারই নির্দেশে সারাদেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চলে। 

ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেয়ার সুযোগ পান। সাথে থাকে ডিনারেরও ব্যবস্থা। নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের ছেলেসহ আরও কয়েকজন।

তবে তাদের এ আড্ডা বেশীক্ষণ স্থায়ী হয়নি কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় দ্রুতই সটকে পরেন তারা। তবে ভিডিও করতে বাধা আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে। সে সময় পার্কে থাকা কিছু বাংলাদেশি বিষয়টি নিশ্চিত করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews