ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হলেন দিল্লি ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিথুন মানহাস।
রোববার (২৮ সেপ্টেম্বর) ভারতীয় ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইনসাইড স্পোর্টস জানিয়েছে, আজ এক ঘোষণায় নতুন কার্যনির্বাহী কমিটির হাতে দায়িত্ব তুলে দেয়া হয়। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী রজার বিন্নির উত্তরসূরী হিসেবে ভারতীয় বোর্ডের দায়িত্ব নিলেন তিনি।
মানহাস কখনো আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি। ৪৫ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার ভারতের প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে দিল্লির অধিনায়ক ছিলেন। ২০১৭ সালে মাঠের ক্রিকেটকে বিদায় বলার পর মানহাস বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও আইপিএলের পাঞ্জাব, বেঙ্গালুরু, গুজরাটে ব্যাটিং কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৩০ ম্যাচে ৪৫.৮৪ গড়ে মানহাস করেছেন ৪ হাজার ১২৬ রান। তার ব্যাট থেকে এসেছে পাঁচটি সেঞ্চুরি আর ২৬টি হাফসেঞ্চুরি। ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিন বোলিংয়ে অবদান রেখেছেন, আবার উইকেটকিপিংয়েও নাম লিখিয়েছেন প্রয়োজনে।
আইপিএলে ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া এবং চেন্নাই সুপার কিংসের হয়ে। মোট ৫৫ ম্যাচে করেছেন ৫১৪ রান। এ সময় কোনো হাফসেঞ্চুরি না পেলেও সতীর্থদের কাছে পরিশ্রমী ও নির্ভরযোগ্য ক্রিকেটার হিসেবে সমাদৃত ছিলেন তিনি।
এদিকে সহসভাপতি পদে আবারো নির্বাচিত হয়েছেন, আগের মেয়াদে ক্ষমতায় থাকা রাজিব শুক্লা।