রোববার দুপুরে সিলেটের অতিরিক্ত ডিআইজি, জেলার ডিসি, এসপি ও মোটর মালিক গ্রুপের নেতাদের মধ্যে বৈঠক শেষে এ কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন হবিগঞ্জ পরিবহন শ্রমিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সজিব আলী।

তিনি বলেন, “বৈঠকে জেলা প্রশাসক আমাদেরকে আশ্বস্ত করেছেন আজ থেকেই অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হবে। তবে যেহেতু এটি একটি বিশাল সমস্যা, তাই সমাধানে অনেকটা সময় লাগবে।”

“প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি। সোমবার থেকে পুনরায় বাস চলাচল স্বাভাবিক হবে।”

এছাড়া জেলা প্রশাসন কার্যালয়ের সামনে রাখা বাসগুলো টার্মিনালে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

গত ১৮ নভেম্বর মোটর মালিক গ্রুপ, জেলা বাস, মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদের নেতারা হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হবিগঞ্জ জেলার সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানান।

২৮ নভেম্বরের তাদের দাবি না মানলে প্রশাসনের কাছে জেলার সব বাস হস্তান্তর করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তারা।

দাবির বিষয়ে অগ্রগতি না হওয়ায় রোববার সকালে জেলার সব সড়কে বাসসহ পরিবহন করে দেওয়া হয়।

এরপর বেলা ১২টার দিকে জেলার সব বাস লিখিতভাবে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন মালিকরা।

পরে পরিবহন নেতাদের নিয়ে বৈঠকে বসেন ডিসি মোহাম্মদ কামরুল হাসান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews