গুগলের অগাস্ট মাসের পিক্সেল আপডেটে অ্যান্ড্রয়েডের ‘থ্রি বাটন ন্যাভিগেশন’ ও ‘জেশ্চার ন্যাভিগেশন’ সিস্টেমে দেখা দেওয়া এক গুরুতর বাগের সমাধান এসেছে।

অ্যান্ড্রয়েড ১৬-এর অফিশিয়াল রিলিজের পর থেকেই পিক্সেল ব্যবহারকারীরা ন্যাভিগেশন সমস্যার মুখোমুখি হচ্ছিলেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

পিক্সেল ৮ ব্যবহারকারী একজন বলছেন, “আপডেটের পর থেকে ফোনের ন্যাভিগেশন ‘একেবারে গণ্ডগোলের’ মধ্যে পড়ে এবং বাটনগুলো পুরোপুরি অকার্যকর হয়ে যেত, আবার কখনও কখনও ৩০ সেকেন্ডেরও বেশি সময় ধরে কোনো সাড়া দিত না।”

পিক্সেল ৯ ব্যবহারকারী আরেকজন অভিযোগ করেন, “কখনও কখনও ব্যাক বাটন কয়েকবার চাপলেও কাজ করত না।”

প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিশ-এর আরতেম রাসাকভস্কি বলছেন, ব্যাক ন্যাভিগেশনের জন্য ব্যবহৃত সোয়াইপ জেসচারও মাঝে মাঝে কাজ করত না।

গুগলের প্যাচ নোটে সমস্যাগুলোর কথা খুব অস্পষ্টভাবে বলা হয়েছে, “এগুলো “কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে” ঘটতে পারে। সাধারণ স্ট্যাবিলিটির উন্নতির পাশাপাশি এ আপডেটে নির্দিষ্ট সময়ে ডার্ক থিম চালু না হওয়ার মত বাগ ও ঠিক করা হয়েছে।”

এছাড়া, আপডেটে এক ধরনের বড় ধরনের নিরাপত্তা সমস্যার সমাধানও করা হয়েছে যার ফলে দূর থেকে হ্যাকাররা কোড চালাতে পারত।

আপডেটটি এখন পিক্সেল ৬ এবং তার পরবর্তী মডেলগুলোতে আনা হচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews