লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে জানান, ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের যে প্রস্তাব প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দিয়েছেন, তার পক্ষে কয়েকটি যুক্তি কাজ করেছে বলে মনে করেন তিনি।

পিনাকীর মতে, প্রথমত, বিচার ও কাঠামোগত সংস্কার সম্পন্ন করতে সময় প্রয়োজন। তার ভাষায়, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অধীনে যে রাষ্ট্রীয় সন্ত্রাস ও সম্পদ লুণ্ঠনের ঘটনা ঘটেছে, তার সঠিক বিচার ও রাষ্ট্র কাঠামোর সংস্কার এখনো চলমান। এসব কাজ তড়িঘড়ি শেষ করা গেলে অনেক কিছুই অসম্পূর্ণ থেকে যাবে, ফলে একটি গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হবে না।

দ্বিতীয়ত, সবার অংশগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনিক প্রস্তুতি জরুরি। রাজনৈতিক দলগুলোর আস্থা ফিরিয়ে আনতে ও ভোটারদের নিরাপদভাবে ভোট দেওয়ার পরিবেশ গড়ে তুলতে সংলাপ ও সমঝোতার সময় দরকার। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনেও তাই সময় গুরুত্বপূর্ণ।

তৃতীয়ত, নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে হলে পর্যবেক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করা দরকার। এপ্রিল ২০২৬ পর্যন্ত সময় দেওয়া হলে বিদেশি পর্যবেক্ষকদের আগমনের প্রস্তুতির যথেষ্ট সুযোগ পাওয়া যাবে, যা নির্বাচনের বৈধতা ও গ্রহণযোগ্যতা বাড়াবে।

চতুর্থত, নির্বাচন কমিশনের প্রস্তুতির দিকটিও গুরুত্বপূর্ণ। ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ ও একটি পরিষ্কার রোডম্যাপ তৈরির জন্য নির্বাচন কমিশনের পর্যাপ্ত সময় প্রয়োজন। এপ্রিল ২০২৬ পর্যন্ত সময় এই প্রস্তুতিকে আরো কার্যকর করবে বলেও মত দেন পিনাকী ভট্টাচার্য।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews