প্রথম নারী প্রেসিডেন্ট পেল মেক্সিকো

স্বাধীনতার ২০০ বছরের মধ্যে প্রথমবার নারী প্রেসিডেন্ট পেল মেক্সিকো। মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে এ দায়িত্ব নেন ক্লডিয়া শেইনবম। পূর্বসূরির মতো বিস্তৃত সামাজিক নিরাপত্তা নিশ্চিত ও দরিদ্রদের হয়ে লড়াই করার অঙ্গীকার করলেও নতুন প্রেসিডেন্টের সামনে রয়েছে পাহাড়সম চ্যালেঞ্জ। খবর এপির।

জুনে ৬০ শতাংশ ভোটে বিজয়ী হন শেইনবম। বিজ্ঞানী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ৬২ বছর বয়সী এ প্রেসিডেন্টের মোকাবিলা করতে হবে বহু সমস্যা। এর মধ্যে সবচেয়ে বেশি চোখ রাঙানি দিচ্ছে দেশজুড়ে বিরাজমান উচ্চমাত্রার নৃশংসতা, মন্থরগতির অর্থনীতি ও ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত আকাপুল্কো শহর।

মেক্সিকোর সেন্টার ফর ইকোনমিক রিসার্চ অ্যান্ড টিচিংয়ের রাজনৈতিক বিশ্লেষক কার্লোস পেরেজ রিকার্ট বলেছেন, বিদায়ী প্রেসিডেন্ট লোপেজ ওবরাদোর ছিলেন প্রচণ্ড ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব। এর জেরেই বেশ কিছু রাজনৈতিক ভুল পদক্ষেপ চাপা পড়ে যেত। তবে ক্লডিয়া শেইনবমের সে সুযোগ নেই। তাই যেখানে ওবরাদো যেসব চ্যালেঞ্জ ক্যারিশমা দিয়ে উতরে গেছেন, শেইনবমকে সেই বাধা টপকাতে হতে হবে কার্যোদ্ধারে সক্ষম।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews