হালিশহর থানার উপপরিদর্শক ইমন দত্ত প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। আমাদের একটি দল ও ফায়ার সার্ভিস সেখানে আছে। বিস্তারিত পরে জানানো যাবে।’
নালায় পড়ে মৃত্যু চট্টগ্রাম নগরে এবারই প্রথম নয়। গত ছয় বছরে নগরে খাল-নালায় পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০২০ সালে ২ জন, ২০২১ সালে ৫, ২০২৩ সালে ৩, ২০২৪ সালে ৩ ও চলতি বছর ১ জন।