করোনাভাইরাসের কারণে অসহায় রাজধানীর শ্রমজীবী ও খেটে খাওয়া গরিব মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিএনপি।

শুক্রবার ঢাকা উত্তর সিটির কয়েকটি ওয়ার্ডে গত নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিল প্রার্থী ও স্থানীয় নেতারা এসব বিতরণ করেন। উত্তর সিটির বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের তত্ত্বাবধানে এসব ত্রাণ বিতরণ হয়ে আসছে।

ঢাকা উত্তরের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মাসুদ খান ও ঢাকা ১৪ আসনের এমপি প্রার্থী এস এ সিদ্দিক সাজু, ২৩ নম্বর ওয়ার্ডে মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী নিলুফা ইয়াসমিন নিলু, ৩০ নম্বর ওয়ার্ডে ঢাকা উত্তর মহানগর বিএনপির সহ-সভাপতি আতিকুল ইসলাম মতিন ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জীবন, ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাজেদুল হক খান রনি, ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাসুম খান রাজেশ, মহিলা কাউন্সিলর প্রার্থী রুনা লায়লা, ৪৭ নম্বর ওয়ার্ডে ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সাধারণ সম্পাদক হেলাল তালুকদার যার যার এলাকায় অসহায় মানুষের মধ্যে খাবার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews