দক্ষিণ আফ্রিকা লিজেন্ড এবি ডি ভিলিয়ার্সের শেষ কয়েক সপ্তাহ দারুণ কাটলো। তার সাবেক আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে। ১১ দিন পর শনিবার তার দেশ দক্ষিণ আফ্রিকা ২৭ বছরের ট্রফি খরা ঘুচিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে। এমন আনন্দঘন মুহূর্তে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক কিছু  অপ্রীতিকর স্মৃতির কথা বললেন।

এক সাক্ষাৎকারে তার প্রথম আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) সঙ্গে তিন বছরের অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে জানালেন, দলটি পরিবেশ ছিল বিষাক্ত। তাতে করে সেখানে তার অম্লমধুর সময় কেটেছে।

দিল্লিতে কিছু বিষাক্ত চরিত্রের লোকজন ছিলেন জানালেন ডি ভিলিয়ার্স। তবে কারও নাম প্রকাশ করতে চাননি, ‘তাদের নাম বলতে চাই না। তবে তারা চাইলে আগুন জ্বালিয়ে দিতে পারতেন। তাদের জন্যই দিল্লি সমস্যায় পড়েছিল। অনেক বিষাক্ত চরিত্র ছিল দলে। তিন বছর খুবই সমস্যার মধ্যে ছিলাম। দিল্লি দলে তেমন কেউই আমার পাশে ছিল না। দলে কয়েক জন বড় ক্রিকেটারও ছিলেন। সবটাই খারাপ ছিল, বলছি না। কিছু ভাল, কিছু খারাপ ছিল। তিক্ত অভিজ্ঞতাগুলো আমার স্পষ্ট মনে রয়েছে।’

দিল্লিতে নিজের মধুর অভিজ্ঞতা নিয়ে সাবেক এই কিপার ব্যাটার বলেছেন, ‘আমার ব্যক্তিগত এবং ক্রিকেট জীবনের বেশ খানিকটা গুরুত্বপূর্ণ সময় দিল্লিতে কেটেছে। গ্লেন ম্যাকগ্রা, ড্যানিয়েল ভেট্টরির মতো ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাতে পেরেছি। ওরা আমার নায়ক ছিল। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলেছিলাম। ম্যাচটা ম্যাকগ্রাও খেলেছিল। ওর বল খেলার সময় দমবন্ধ হওয়ার মতো অবস্থা হয়েছিল আমার। কথা বলতে পারছিলাম না। তারপর ২০০৮ সালে দিল্লি দলে পাশে ম্যাকগ্রাকে পাই। আমার ব্যাটিংয়ের প্রশংসা করেছিল। একটা সময় পর্যন্ত বিশ্বাস করে পারিনি, ম্যাকগ্রা কথাগুলো বলেছিল আমায়।’

২০১০ সাল পর্যন্ত দিল্লিতে খেলে বেঙ্গালুরুতে পা রাখেন ডি ভিলিয়ার্স। দিল্লির হয়ে ২৮টি ম্যাচ খেলে ৬৭১ রান করেছিলেন। একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে তার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews