এ সময় উচ্ছ্বসিত ভক্তদের মাশরাফির সঙ্গে সেলফি তুলতে দেখা যায়।




বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ছেলেকে সঙ্গে নিয়ে নিজের জন্মস্থান নড়াইলে ঈদের নামাজ আদায় করেছেন।সোমবার সকাল ৮টায় নড়াইল শহরের মহিষখোলা কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেন তিনি। ছেলে সাহিলকে সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ের পূর্বেই মাশরাফি ঈদগাহে হাজির হন টাইগার অধিনায়ক। নামাজ শেষে সাংবাদিক, বন্ধু-বান্ধব, আত্বীয় স্বজন ও ভক্তদের সঙ্গে কোলাকুলি করেন মাশরাফি। একই সঙ্গে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।এ সময় উচ্ছ্বসিত ভক্তদের মাশরাফির সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। মাশরাফি ছাড়াও নড়াইলের প্রধান জামাতে জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাসসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ নামাজ আদায় করেন। এর আগে রোববার সকালে পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে নাড়ির টানে জন্মস্থান নড়াইলে পৌঁছান মাশরাফি। বিষয়টি জানাজানি হলে নড়াইলসহ আশেপাশের জেলা থেকে মাশরাফি ভক্তরা প্রিয় তারকাকে একনজর দেখতে ও সেলফি তুলতে তার বাড়িতে ভিড় করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews