নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

শুক্রবার বাউবি পরিচালিত বিএ/বিএসএস পরীক্ষায় ঢাকা সিটিতে অবস্থিত শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, সলিমুল্লাহ ডিগ্রি কলেজ, ওয়ারী ও ইস্পাহানী সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। 

বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেকুজ্জামান খান এ তথ্য জানান।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে উপাচার্য অসদুপায় (নকল) অবলম্বনের দায়ে মোট ২৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের কঠোরভাবে সতর্ক করেন এবং নকলের প্রবণতা পরিহার করে পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

বিএ/বিএসএস প্রোগ্রামের ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষাসমূহ দেশব্যাপী ২৮৫ পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে ছিলেন তার একান্ত সচিব (যুগ্ম-পরিচালক) মো. নাসির উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

বিডি প্রতিদিন/কেএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews