‘কেজিএফ চ্যাপ্টার ১’-এ বোম্বের ডনের চরিত্রে অভিনয় করে আলোচনায় আসা কন্নড় অভিনেতা দিনেশ মাঙ্গালোর আর নেই। সোমবার (২৫ আগস্ট) ভোররাতে কর্ণাটকের উডুপিতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৫ বছর।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, তার মৃত্যু হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে।

সম্প্রতি 'কান্তারা: অধ্যায় ১' সিনেমার শুটিং চলাকালীন হঠাৎ স্ট্রোক করলে তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে বেঙ্গালুরুতে পাঠানো হয়। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে ফিরলেও গত সপ্তাহে আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শেষরক্ষা হয়নি।

পরিবার সূত্রে জানা গেছে, দিনেশ প্রায় এক বছর ধরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতায় ভুগছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সোমবার সন্ধ্যায় তার মরদেহ উডুপির নিজ বাড়িতে নেওয়া হবে। ২৬ আগস্ট সকাল ৮টা থেকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে সুমনাহল্লি শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

দিনেশ মাঙ্গালোর রেখে গেছেন তার স্ত্রী ভারতী এবং দুই সন্তান পবন ও সজ্জনকে।

উডুপি জেলার কুন্দাপুরে জন্ম নেওয়া দিনেশ শুরুতে ছিলেন একজন আর্ট ডিরেক্টর। পরে অভিনয়ে এসে নিজেকে কন্নড় সিনেমার শক্তিশালী পার্শ্বচরিত্র অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন।

তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে— ‘রানা বিক্রম’, ‘আম্বারি’, ‘সাভারি’, ‘ইন্তি নিন্না বেটি’, ‘আ ডিঙ্গি’, ‘তুঘলক’, ‘বেট্টাদা জীবন’, ‘সূর্য কান্তি’, ‘কিরিক পার্টি’ প্রভৃতি।

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews