সহস্রাধিক লোকজন নিয়ে আল আকসায় প্রবেশ করেছেন অতিডানপন্থী ইসরাইলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বিন গাভীর। সেখানে তিনি অবৈধ বসতি স্থাপনকারীদের নিয়ে নাচ-গান ও হৈ-হুল্লোড় করেছেন। এসময় তাদের কঠোর নিরাপত্তা দিয়ে রেখেছিল ইসরাইলি পুলিশ বাহিনী।

রোববার (৩ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর পুলিশি নিরাপত্তা নিয়ে আল আকসা মসজিদে প্রবেশ করেছেন অতিডানপন্থী ইসরাইলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বিন গাভীর। তিনি ঘোষণা করেছেন যে মসজিদের ভেতরে গিয়ে তিনি প্রার্থনা করবেন। এটি এমন একটি সিদ্ধান্ত, যা ইসরাইল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মাঝে করা স্থিতাবস্থা চুক্তির স্পষ্টত লঙ্ঘন। উভয় পক্ষ এ বিষয়ে একমন যে মুসলিমরাই কেবল আল আকসা মসজিদ নিয়ন্ত্রণ করবে। তারাই কেবল সেখানে নামাজ আদায় করতে পারবে। আর যারা অমুসলিম রয়েছে, তারা কেবল মসজিদের প্রাঙ্গণ পর্যন্ত যেতে পারবে। কিন্তু সেখানে কোনো প্রার্থনা করতে পারবে না। একইসাথে মসজিদে প্রবেশ করতে পারবে না।

এরপর সূত্রটি জানিয়েছে, কিন্তু এই চুক্তির ভঙ্গ করে বেন গাভীর বিভিন্ন ইসরাইলি অবৈধ বসতি স্থাপনকারীকে সঙ্গে নিয়ে আল আকসা মসজিদের প্রাঙ্গণে ওই অংশে প্রবেশ করেছেন, যেটি ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত।

যদিও ইসরাইলি কর্তৃপক্ষের স্বীকৃতি নীতি হলো, নিষেধাজ্ঞার নীতি মেনে চলা, কিন্তু বেন গাভীর বারবার আহ্বান জানিয়েছেন, যেন টেম্পল মাউন্ট স্থানে ইহুদিদের প্রার্থনা করার সুযোগ দেয়া হয়।

আল আকসা পরিচালনাকারী ওয়াকফ কমপ্লেক্স এক বিবৃতিতে জানিয়েছে যে বেন গাভীর ১২৫০ জন অবৈধ বসতি স্থাপনকারীকে সাথে নিয়ে আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। এরপর তারা টেম্পল মাউন্টে গিয়ে প্রার্থনা করে। সেখানে তারা নাচ-গান ও হৈ হুল্লোড়ও করে।

বেন-গভিরের মতো প্রভাবশালী মন্ত্রীরা পবিত্র স্থানে ইহুদিদের প্রার্থনার আহ্বানকে সমর্থন করায় ফিলিস্তিনিরা আশঙ্কা করছে যে আল আকসা প্রাঙ্গণের উপর তাদের সার্বভৌমত্ব যেকোনো সময় ক্ষুণ্ণ হতে পারে।

এদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, ইসরাইলি পুলিশ বাহিনী স্থিতাবস্থা নীতি অনুসরণ করে চলবে। এই নিয়মের কোনো ব্যত্যয় ঘটবে না।

সূত্র : আল জাজিরা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews