রণবীর কাপুর বলিউডের এ প্রজন্মের অন্যতম সেরা অভিনেতাদের একজন। অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকের মন জয় করেছেন অনায়াসে। তবে পেশাগত জীবন থেকে বেশি চর্চায় থেকেছে তার ব্যক্তিগত জীবন। ভালো অভিনেতা হিসেবে যত না জনপ্রিয়তা পেয়েছেন, তার থেকে বেশি চর্চায় থেকেছেন ব্যক্তিগত জীবনের নানা জল্পনার কারণে। বলিউডের অন্যতম অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে একাধিক অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়িয়েছে। তাদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ।

এখন সবই অতীত। দীপিকা ও ক্যাটরিনা দুজনেই এখন বিবাহিত। দীপিকা বিয়ে করেছেন রণবীর সিংকে। ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ক্যাটরিনা।

স্বামীর সাবেক প্রেমিকাদের মধ্যে দীপিকা ও ক্যাটরিনার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আলিয়া।

আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, রণবীরের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছিল তিক্ততায়। সেই ক্ষোভ, যন্ত্রণা অনেক দিন পর্যন্ত বয়ে বেড়ান দীপিকা। রণবীরের সঙ্গে তার দীর্ঘকালীন সম্পর্ক নিয়ে কথা বলার সময় একাধিক সাক্ষাৎকারে কেঁদে ফেলেছিলেন নায়িকা।

তিনি আরও জানান, রণবীর তাকে একবার ঠকানোর পরে আবারো বিশ্বাস করেছিলেন। আবারো প্রতারণা।

এই অভিনেতা সম্পর্কে জড়ান ক্যাটরিনার সঙ্গে। একই ঘটনার পুনরাবৃত্তি। যদিও অভিনেত্রী কখনো প্রকাশ্যে সেটা নিয়ে মুখ খোলেননি। তবে রণবীরের সঙ্গে তাদের সমীকরণ যেমনই হোক না কেন, আলিয়ার সঙ্গে দীপিকা ও ক্যাটরিনার বন্ধুত্ব চোখে পড়ার মতো। তারা ভালোবাসেন আলিয়াকে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews