আবারো জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এখনো ঠাঁই মেলেনি ময়মনসিংহ বিভাগের। বরাবরের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অবহেলিত এই বিভাগ। ফলে কঠোর পদক্ষেপ নেয়ার পথে হাঁটছে ময়মনসিংহ।

ময়মনসিংহ বিভাগ হিসেবে স্বীকৃতি পেয়েছে এক দশক আগে। কিন্তু এখনো বিসিবির কাছে বড় অবহেলিত এই বিভাগ। এখনো পায়নি আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি। অংশ নিতে পারে না এনসিএলেও।

মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুনিম শাহরিয়ার, রাকিবুল হাসান এমন এক ঝাঁক তারকা ক্রিকেটারের বাস যে ময়মনসিংহ বিভাগে; সেই বিভাগকে নিয়ে যেন ভাবার কেউ নেই!

জাতীয় লিগে অংশ নিতে একাধিকবার আবেদন, অনুরোধ, সরকারি দফতরে চিঠি পাঠানো, সবই করেছে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। তবে এবার অধিকার আদায়ে আইনি লড়াইয়ে যাবার ঘোষণা দিয়েছে তারা।

ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিসিবির সাবেক পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান কঠোর ভাষায় জানান, ‘১০ বছর ধরে আমরা চেষ্টা করছি। ক্রীড়া মন্ত্রণালয় থেকে জাতীয় ক্রীড়া পরিষদ, সব জায়গায় চিঠি দিয়েছি। বিসিবিকে একাধিকবার অনুরোধ করেছি। কিন্তু এখনো আমাদের বিভাগকে জাতীয় লিগে খেলতে দেয়া হয়নি।’

রেদওয়ান আরো বলেন, ‘ঢাকা বিভাগের মাঝেই ঢাকা বিভাগ ও ঢাকা মহানগর নামের দু’টি দল খেলতে পারে; অথচ আমরা আলাদা বিভাগ হয়েও এখনো জেলার মর্যাদা পাচ্ছি। এটা আমাদের সাথে অবিচার।’

এনসিএল শুরু হলে তা প্রতিহত করার হুমকিও এসেছে বিসিবির সাবেক এই পরিচালকের কাছ থেকে। স্পষ্টই বলেন, ‘এবার লিগ মাঠে গড়ালে তা প্রতিহত করব। আর ছাড় নয়, এবার আইনি পদক্ষেপ নেব।’

‘প্রয়োজনে লিগ বন্ধ করে দেব। আমাদের অন্তর্ভুক্তি ছাড়া কোনো ম্যাচ হতে দেব না। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের অবস্থান পরিষ্কার করব।’

বিসিবির সহ-সভাপতি মাহবুব আনামকে এ বিষয়ে অবগত করা হলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি দাবি করে তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার বিসিবিতে এনসিএল কমিটির সভার দিন স্পষ্ট করে বলেছি, ময়মনসিংহকে দলে না রাখলে সমস্যা হবে।’

‘এখন দেখি, আমাদের বাদ দিয়ে সভা চলছে। এটা মেনে নেয়া যায় না। সামনে বিসিবির নির্বাচন। দরকার হলে আমরা রাজনৈতিক ও আইনি পর্যায়ে যাব।’

এদিকে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বোর্ড পরিচালক আকরাম খান বলেন, ‘ময়মনসিংহকে না নেয়ার বিষয়টি আমার হাতে নেই। এটি বোর্ডের সম্মিলিত সিদ্ধান্ত। কিন্তু কেউ আমাদের কাছে লিখিতভাবে অংশগ্রহণের আবেদন করেনি।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews