মধ্যরাতে রাজধানীর অভিজাত এলাকার একটি ক্লাবে চলছে ডিজে পার্টি। উচ্চ শব্দের মিউজিকের সঙ্গে তাল মেলাচ্ছেন ২০০ তরুণ-তরুণী। এ সময় গাড়িতে করে এলেন সুদর্শন নায়ক সোহেল চৌধুরী। সঙ্গে কয়েক বন্ধু। ক্লাবের গেটের সামনে গাড়ি থেকে নামতেই তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে অস্ত্রধারীরা। নায়কসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। ডিজে পার্টিতে হুলুস্থূল কান্ড। নারী-পুরুষের ছোটাছুটি। পালাচ্ছেন তারা। প্রত্যক্ষদর্শীদের অনেকেই ভেবেছিলেন নায়ক সোহেল চৌধুরী অভিনীত এটি কোনো চলচ্চিত্রের শুটিং চলছে। কিন্তু কিছু সময় পর তাদের সে ভুল ভাঙে। যখন রক্তাক্ত সোহেল চৌধুরী দাবড়াচ্ছিলেন তখন বুঝতে পারেন এটি সত্য ঘটনা। আজ থেকে ২৩ বছর আগে সিনেমার মতোই বনানীর ট্রাম্পস ক্লাবে সন্ত্রাসীদের হামলার শিকার হন ওই সময়ের রূপালি পর্দার সুদর্শন নায়ক সোহেল চৌধুরী। তাঁকে বাঁচানো যায়নি। গুলিবিদ্ধ সোহেল চৌধুরী ঘটনাস্থলেই প্রাণ হারান। সোহেল চৌধুরী খুনের খবর পরদিন সকালে রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। শত শত মানুষ তাঁকে দেখতে ছুটে যান গুলশান থানা  থেকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ পর্যন্ত। আলোচনায় আসে সেই সময়ের উচ্চবিত্তদের আনন্দ ক্লাব ‘ক্লাব ট্রাম্পস’। আলোচনায় আসেন আলোচিত-সমালোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই। সোহেল চৌধুরী হত্যাকান্ডে এই আলোচিত ব্যবসায়ীকে গোয়েন্দা পুলিশ গ্রেফতারও করে। এ ছাড়া এ হত্যাকান্ডে সরাসরি অংশ নিয়েছিল আন্ডারওয়ার্ল্ডের দুর্ধর্ষ সব সন্ত্রাসী। ইমন, লেদার লিটন, কিলার আব্বাস, মামুনসহ আরও কয়েকজন শীর্ষ সন্ত্রাসী এ হত্যা মিশনে অংশ নেয়। পুলিশ ও গোয়েন্দাদের মতে একটি ঘটনায় একসঙ্গে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অংশ নেওয়া ছিল বিরল। সোহেল চৌধুরী খুনের ঘটনা ছাড়া অন্য কোনো ঘটনায় এদের একসঙ্গে অপারেশন করতে দেখা যায়নি। সে সময় ওই খুনটি ছিল সবচেয়ে ব্যয়বহুল। এ ছাড়া খুনের পরদিনই দুই তরুণী গুলশান থানায় হাজির হয়ে নিজেদের সোহেল চৌধুরীর স্ত্রী দাবি করেন। সব মিলিয়ে সোহেল চৌধুরী খুনের ঘটনাটি ছিল টক অব দ্য কান্ট্রি। পত্রপত্রিকাগুলোয় খুনের ঘটনা ছাড়াও ট্রাম্পস ক্লাব ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়।

সোহেল চৌধুরী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ১৯৯৮ সালে। তখন তাঁর বয়স ছিল ৩৫ বছর। দীর্ঘদিন ধরে আলোচিত এ হত্যাকান্ডের বিচারকাজ ঝুলে আছে। তাঁর স্বজন ও সহকর্মীরা আজও ভোলেননি তাঁকে। তাঁরা হত্যাকারীদের শাস্তি দাবি করেন। কিন্তু এখন পর্যন্ত তাঁর হত্যার বিচার হয়নি। হত্যা মামলাটি কয়েক বছর ধরে হাই কোর্টের আদেশে স্থগিত হয়ে আছে। ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাত ২টার দিকে তাঁকে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় গুলিতে সোহেল চৌধুরীর বন্ধু আবুল কালাম আজাদ (৩৫), ট্রাম্পস ক্লাবের কর্মচারী নীরব (২৫) ও দাইয়ান (৩৫) আহত হন। গুলি ঘটনার পরপরই স্থানীয়রা আদনান সিদ্দিকী নামে এক সন্ত্রাসীকে ধরে পুলিশে সোপর্দ করে। অন্যরা পালিয়ে যায়। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রাম্পস ক্লাবে থাকা ২০০ জনের মতো নারী-পুরুষ পালিয়ে যায়। তারা ড্যান্স পার্টিতে অংশ নিয়েছিল। ওই সময় বনানী-গুলশান এলাকার ডিশ ব্যবসা ও ট্রাম্পস ক্লাবকে কেন্দ্র করে মালিকপক্ষের সঙ্গে সোহেলের বিরোধ চরমে উঠেছিল। ঘটনার দিন রাত ৯টায় সোহেল চৌধুরী বনানীর বাসা থেকে বের হন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শহীদ, আবুল কালাম আজাদ, হেলাল ও হাফিজ নামে চার বন্ধু। বাসা থেকে বের হয়ে তাঁরা একটি রেস্টুরেন্টে রাতের খাবার খান। রাত ২টার দিকে সোহেল চৌধুরী বন্ধুদের নিয়ে বাসায় ফেরেন। কিছুক্ষণ পর বন্ধুরা মিলে ট্রাম্পস ক্লাবে যেতে থাকেন। সোহেলের বাসা থেকে ট্রাম্পস ক্লাবের দূরত্ব ২৫-৩০ গজের মতো। তারা হেটে ক্লাবের সামনে যান। ক্লাবের নিচতলার কলাপসিবল গেটের কাছে দুই যুবক তাদের গতিরোধ করে। এক যুবক আবুল কালামের সঙ্গে বাগ্বিতন্ডায় জড়ায়। এরই একপর্যায়ে এক যুবক রিভলবার বের করে কালামের পেটে দুটি গুলি করে। মুহূর্তেই সন্ত্রাসীরা সোহেল চৌধুরীর বুকে গুলি করতে শুরু করে। সোহেল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই দিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাম্পস ক্লাবের ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। সোহেল চৌধুরীর বাবা তারেক আহমেদ চৌধুরী গুরুতর অসুস্থ ছিলেন। সোহেল চৌধুরী মা-বাবার সঙ্গে বনানীর বাসায় থাকতেন। তাঁর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী অন্যত্র থাকতেন। বনানীর ইকবাল টাওয়ারের পাশে ছিল ট্রাম্পস ক্লাব। ক্লাবে নারী-পুরুষের অবাধ মেলামেশার অভিযোগ ছিল। সপ্তাহে এক দিন পার্টির অনুমোদন থাকলেও প্রতিদিন রাতেই হতো পার্টি। চলত ভোর পর্যন্ত। সোহেল চৌধুরী হত্যাকান্ডের সময় তাঁর দুই স্ত্রী থাকার বিষয়টি প্রকাশ পায়। তাদের একজন স্মৃতি, অন্যজন তুলি। দুজনকেই ডিবি পুলিশ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে। দুজনই সোহেল চৌধুরীকে স্বামী হিসেবে দাবি করেছিলেন। তবে সোহেলের মা সাংবাদিকদের কাছে দুই বউয়ের বিষয়টি অস্বীকার করেন।

সূত্র জানান, সোহেল চৌধুরীকে হত্যা করে পাঁচ-ছয় সন্ত্রাসী প্রাইভেট কারে পালিয়ে যায়। আদনান সিদ্দিকী পালাতে না পেরে পাশের একটি ভবনে লুকানোর চেষ্টা করেন। এ সময় ট্রাম্পস ক্লাবের কর্মীরা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন। ওই বছরের ২৮ ডিসেম্বর আদনান সিদ্দিকী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তাতে উল্লেখ করেন, হত্যাকান্ডের আগে এক শিল্পপতির ফোন পেয়ে তিনি ঢাকা ক্লাব থেকে ঘটনাস্থলে যান। তিনি জানান, দীর্ঘদিন ধরে ট্রাম্পস ক্লাবে আসা-যাওয়া ছিল তার। যাতায়াতের কারণেই ক্লাবের একাধিক সদস্যের সঙ্গে পরিচয় হয়। ঘটনার রাতে কয়েকজন ক্লাব সদস্যের সঙ্গে তার ঝগড়া হয়। আর ওই কারণেই স্টাফরা তাকে ধরিয়ে দেন। হত্যাকান্ডের সঙ্গে তার বন্ধু নীরবসহ আটজন জড়িত ছিলেন বলে তিনি ওই সময় স্বীকার করেন। ওই ঘটনায় সোহেল চৌধুরীর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা করেন। এতে আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্পস ক্লাবের মালিক ব্যবসায়ী বান্টি ইসলাম, আশীষ রায়চৌধুরী ওরফে বোতল চৌধুরী, তরিক সাইদ মামুন, আদনান সিদ্দিকী, ফারুক আব্বাসী, সানজিদুল হাসান ওরফে ইমন, মো. সেলিম খান ও হারুনুর রশীদ লিটন ওরফে লেদার লিটনকে আসামি করে মামলা করা হয়। এরপর পুলিশ কয়েকজন আসামিকে গ্রেফতারও করে। পরে তারা জামিনে বেরিয়ে যান। ২০০৪ সালে মামলাটির বিচার কার্যক্রম স্থগিত হয়ে যায়। সোহেল চৌধুরীর পারিবারিক সূত্র জানান, সোহেলের মৃত্যুর পর তাঁর বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান। শেষ পর্যন্ত তিনি সেই শোকেই ২০০১ সালের দিকে মারা যান। সোহেলের বাবা জীবিত থাকার সময় হত্যাকারীদের বিচার দেখে যাওয়ার জন্য খুব চেষ্টা করতেন। কিন্তু দেখে যেতে পারেননি।


Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews