মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন পরিচালিত একটি প্রকল্পে চুক্তিভিত্তিক লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মন্ত্রণালয়ের পাঁচ ধরণের শূন্য পদে মোট ৩১৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

গত ৪ জুন এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর ৫ জুন থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: চাইল্ড রাইটস অফিসার।

পদসংখ্যা: ৬৪টি।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান। শিশু সুরক্ষাবিষয়ক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৪০,০০০ টাকা।

পদের নাম: কমিউনিটি হাব অর্গানাইজার।

পদসংখ্যা: ২৫০টি।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমমান পাস। প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ ও দক্ষ হতে হবে।

বেতন: ২০,০০০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক।

পদসংখ্যা: একটি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১৭,৬১০ টাকা।

পদের নাম: নিরাপত্তাপ্রহরী।

পদসংখ্যা: একটি।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১৭,৬১০ টাকা।

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী।

পদসংখ্যা: একটি।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১৭,৬১০ টাকা।

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৫ জুন, ২০২৫।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews