১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও বয়সসীমা সমস্যায় আবেদনের সুযোগ থেকে বঞ্চিত ৩৫ বছরের ঊর্ধ্ব নিবন্ধিতরা শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

ভুক্তভোগীদের দাবি, ২ নভেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত বয়স গণনার ভিত্তিতে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়া হোক। তাদের মতে, যারা ওই সময় ৩৫ বছর অতিক্রম করলেও নিবন্ধনপ্রাপ্ত, তাদের আবেদন করার সুযোগ না থাকায় চূড়ান্ত নিয়োগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা ১৮তম নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছি। অথচ বয়সসীমা অতিক্রম করায় আমাদের আবেদন করতে দেওয়া হচ্ছে না। এটা আমাদের প্রতি চরম বৈষম্য। আমরা এনটিআরসিএ কর্তৃপক্ষের কাছে আবেদন করছি— আমাদের আবেদন করার সুযোগ দিন। অন্যথায় আমরা লাগাতার আন্দোলনে যেতে বাধ্য হবো।’

অভিযোগকারীরা আরও বলেন, ৩৫ বছরের ঊর্ধ্ব অনেক নিবন্ধিত প্রার্থী দীর্ঘদিন ধরে শিক্ষক হওয়ার আশায় অপেক্ষা করছেন। কিন্তু বয়সের অজুহাতে তাদের নিয়োগপ্রাপ্তির সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে, যা মানবিকভাবে অগ্রহণযোগ্য।

সমাবেশে অংশ নেওয়া অনেকেই এনটিআরসিএর কাছে লিখিত আবেদনও জমা দিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি বিবেচনা করে একটি মানবিক ও যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেবে। অন্যথায় তারা রাজপথে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচিতে নামবেন বলেও হুঁশিয়ারি দেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews