তোমার খেয়ালে মরি, তোমার বেখয়ালে বাঁচি, তোমার আদর মেখে, তোমার শাসনে ডুবি। এক জীবনে বুকের গহীনে, হাতটা রাখো একার, এই পৃথিবীর বিপরীতে, চাই তোমাকে বারবার। কথাগুলো গানের সুরে পর্দায় বলছিলেন শরিফুল রাজ, তাতে চুপ থেকেও কী দারুণ মৌনতায় ডুবে আছেন প্রেমিকা তাসনিয়া ফারিণ।

রবিবার (১ জুন) সন্ধ্যার পর প্রকাশ হওয়া ‘ইনসাফ’ সিনেমার এই গানটি শুনলে, দেখলে এবং চোখবুজে ভাবলে; মনে হবে রাজ-ফারিণের মন গলে গলে ঝরে পড়ছে প্রেম। গানের মাধ্যমে যে প্রেমের প্রার্থনায় ব্রত রয়েছেন রাজ-ফারিণ; পৃথিবীর বিপরীতে দাঁড়িয়ে।







সঙ্গে হাবিব ওয়াহিদ ফের জানান দিলেন, আছি! যার সুর, সংগীত ও কণ্ঠের দৌলতে চলচ্চিত্র সংগীতের একটি অধ্যায় রচিত আছে, গেম চেঞ্জার হিসেবে। তিনিই আবার বেশ দূরে সরিয়ে রেখেছেন নিজেকে, অচেনা অভিমান বুকে চেপে, সিনেমা থেকে। সেই অভিমান বাষ্প হয়ে যেন উবে গেছে ‘তোমার খেয়াল’ শিরোনামের এই অদ্ভুত গায়কীতে, রবিবার সন্ধ্যায়। সঙ্গে নির্মাতা সঞ্জয় সমদ্দার যেন পাল্লা দিয়েছেন তার দুই যোদ্ধা রাজ-ফারিণকে পর্দায় নামিয়ে।  

গানটি প্রকাশ পেয়েছে দেশের ঐতিহ্যবাহী সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম মিউজিক থেকে। গানটি লিখেছেন তন্ময় পারভেজ। সুর-সংগীত করেছেন আরাফাত মহসিন নিধি।

গানের দৃশ্যে রাজ ও ফারিণ





গানটি প্রকাশের সঙ্গে ছোট্ট একটি নোট দিয়েছেন নির্মাতা সঞ্জয়। বলেছেন, ‘আমি একাডেমিক লাইফের পর সবচেয়ে বেশি সময় দিয়েছি এই অডিও ভিজ্যুয়াল মিডিয়ামে। অথচ কি অনিশ্চিত যাত্রা..! আমাদের অসম্ভব ওয়ার্ক প্রেশার নিয়ে কাজ করতে হয়। নিজেকে, পরিবারকেও দিতে পারি না পর্যাপ্ত সময়। কিন্তু যেহেতু এই কাজটা, জায়গাটা ভালোবাসার ও প্যাশন-এর, তাই চেষ্টা করেছি সবসময় সাধ্যমত ইন্ডাস্ট্রি বান্ধব হতে, কম্প্রিহেনসিভ ও সাস্টেইনেবল গ্রোথ-এর দিকে যেতে।’

বোঝাতে চাইলেন, এই গানটিই তার ছোট্ট একটি নমুনা। বাকিটা দেখা যাবে ঈদে বড় পর্দায়।

গানের দৃশ্যে রাজ ও ফারিণ





‘ইনসাফ’ সিনেমার পর্দাজুড়ে থাকছেন আরেক অভিনেতা মোশাররফ করিম। সিনেমাটির প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস।

বলা ভালো, টিভি নাটকে প্রশংসা কুড়িয়ে সঞ্জয় সমদ্দারের সিনেমায় অভিষেক হয় টলিউডে, নায়ক-প্রযোজক জিতের হাত ধরে। ‘মানুষ’ নামের সিনেমাটি ভালোই নাম কামিয়েছে। তবে দেশের জন্য ‘ইনসাফ’-ই প্রথম সিনেমা এই নির্মাতার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews