খেলা







এই বিভাগের সর্বাধিক পঠিত

নতুন একটি জেট উড়োজাহাজ লিজ নিয়েছেন লিওনেল মেসি। এতে মেসির খরচ পড়েছে ১২ মিলিয়ন পাউন্ড। গলফস্ট্রিম ভি ব্র্যান্ডের উড়োজাহাজটি ২০০৪ সালে তৈরি। পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে আরামে ঘুরে বেড়ানোর জন্য কী নেই বিমানটিতে! আছে ১৬টি আরামদায়ক আসন। দুটি বাথরুম। থাকছে স্বয়ংসম্পূর্ণ একটি রান্নাঘরও! বার্সেলোনা তারকা বিমানটি কিনে নেননি, লিজ নিয়েছেন। তবে পুরো উড়োজাহাজেই আছে মেসির নিজস্বতার ছোঁয়া। লেজের অংশে নিজের জার্সি নম্বরটা বড় করেই লিখিয়েছেন।সিঁড়ির প্রতিটি ধাপেই লেখা হয়েছে তার সন্তান, স্ত্রী ও নিজের নাম ‘লিও, আন্তোনেলা, থিয়াগো, সিরো ও মাতেও।’ তবে মজার বিষয় হলো মেসির উড়োজাহাজপ্রীতি থাকলেও তার নিজের বাড়ির ওপর দিয়েই যেকোনো ধরনের আকাশযানের চলাচল নিষিদ্ধ। শুধু মেসির বাড়ির জন্যই বার্সেলোনার ‘এল প্রাত’ বিমানবন্দরের সম্প্রসারণ সম্ভব হচ্ছে না! চলতি বছরের শুরুতে বার্সেলোনার উপশহর গাভা ও কাস্তেলদেফেলেসের পাশে রানওয়ে সম্প্রসারণ করতে চেয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। শুধু মেসির বাড়ির জন্যই আপাতত প্রকল্পটি বাতিল রয়েছে। বার্সেলোনায় বিমানবন্দর থেকে ছয় কিলোমিটার দূরেই মেসির বাড়ি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews