প্রখ্যাত অ্যাডাল্ট মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোফি রেইন সম্প্রতি তার OnlyFans নামক এক বিতর্কিত প্ল্যাটফর্ম থেকে বছরে ৪৩.৩ মিলিয়ন ডলার (প্রায় ৫১৮ কোটি টাকা) উপার্জনের কথা প্রকাশ করেছেন।
যা এনবিএ সুপারস্টার জেসন টাটামের বার্ষিক আয় ৩৫ মিলিয়ন ডলারের চেয়েও ঢের বেশি। আর এ বিষয়টিই এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
বিস্ময়কর আয় এবং প্রতিক্রিয়া
সোফি রেইন সম্প্রতি তার এক্স হ্যান্ডেলে এ নিয়ে একটি স্ক্রিনশট শেয়ার করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেছেন, Thankful for one year on here।
তার এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়েছে এবং রীতিমত ২ কোটি ভিউ ছাড়িয়েছে। সেই সঙ্গে তার পোস্টটি নেটিজেনদের বিভিন্ন মজাদার প্রতিক্রিয়ায় ভরে উঠেছে।
একজন ব্যবহারকারী লিখেছেন, OnlyFans তো দেখি রিয়াল মাদ্রিদকেও পেছনে ফেলে দিল!
অন্য একজন মন্তব্য করেছেন, আমার এই বিপুল পরিমাণ টাকা খরচ করতেও দুটি জীবন পার হয়ে যাবে।
তৃতীয় একজন লিখেছেন, এত টাকা উপার্জনের ওপর যদি সাধারণ আয়ের মতো কর আরোপ করা হতো, তাহলে কত কিছুই না করা যেত।
এনবিএ ও OnlyFans আয়ের তুলনা করলে দেখা যায় যে, সোফি রেইনের এই উপার্জন এনবিএ তারকা জেসন টাটামের চেয়ে প্রায় ২৩ শতাংশ বেশি। এছাড়া, ২০২৩ সালে OnlyFans নির্মাতারা বিতর্কিত এই প্ল্যাটফর্মটি থেকে মোট ৬.৬ বিলিয়ন ডলার উপার্জন করেছেন, যা একই সময়ে NBA খেলোয়াড়দের সম্মিলিতভাবে উপার্জিত ৪.৯ বিলিয়ন ডলারের চেয়ে ঢের বেশি।
ডিজিটাল কনটেন্টের উত্থান
এদিকে অ্যাডাল্ট মডেল সোফি রেইনের এই ঘটনা বর্তমান ইন্টারনেট যুগে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন যে কতটা লাভজনক হয়ে উঠেছে, সেটাই তুলে ধরেছে।
সোফি রেইনের মতো বিতর্কিত OnlyFans তারকারা প্রমাণ করছেন যে, সাফল্য এখন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকেই আসতে পারে। এসব প্ল্যাটফর্ম থেকে যে কেউই তাদের ঐতিহ্যবাহী ক্যারিয়ার থেকে অনেক বেশি উপার্জন করতে সক্ষম হচ্ছেন।
এটাই ছিল ২০ বছর বয়সি বিতর্কিত মার্কিন মডেল সোফি রেইনের বিস্ময়কর আয়ের গল্প। এ বিষয়ে আপনার মতামত কী? এই ডিজিটাল আয়ের উত্থান সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে, নাকি উদ্বেগের কারণ? সূত্র: জিও নিউজ