২৭ August ২০২৫ Wednesday ৭:২৩:৪৮ PM Print this E-mail this

কোস্টগার্ডের বিশেষ অভিযানে অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত আটক

মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে দুর্ধর্ষ ডাকাত আটক হয়েছে। এ সময় দেশীয় অস্ত্র, এক রাউন্ড তাজা কার্তুজ ও বিদেশি মুদ্রা, ইয়াবা সেবনের উপকরণ এবং একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।

বুধবার সকাল ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে হিজলা কোস্টগার্ড ও মেহেন্দিগঞ্জের কালীগঞ্জের কোস্টগার্ড যৌথভাবে মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। সেখানে নিজ বাড়ির থেকে দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদিসহ আন্ত:জেলা ডাকাত নাইমকে (২৯) আটক করে।

আটক সরঞ্জামাদীসহ ডাকাত নাইমকে মেহেন্দীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোপর্দ করে।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মোঃ সিয়াম উল হক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews