রিয়াদ আন্তর্জাতিক বইমেলা শুরু হতে যাচ্ছে চলতি বছরের ১৪ মার্চ থেকে। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ওই মেলার উদ্বোধন করবেন।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, বইমেলায় অংশ নিতে যাচ্ছে পাঁচশ প্রকাশনী। ফলে বিপুল সংখ্যক বই থাকবে মেলায়। সেখান থেকে পছন্দের বই কিনতে পারবেন মেলায় আসা বইপ্রেমিরা।

প্রতিবছরই সৌদি আরবের রিয়াদে বইমলো হয়। দেশটিতে যে ধরনের মেলা হয় তার মধ্যে বইমেলা সবথেকে গুরুত্বপূর্ণ। মেলার আয়োজক হিসেবে বরাবরের মতো এবারও আছে দেশটির তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

১১ দিন ধরে চলবে বইমেলা। আরবি ছাড়াও অন্য ভাষার বই পাওয়া যাবে সেখানে। সকল বয়সের মানুষ মেলায় যেতে পারবেন। মেলা সফলভাবে সম্পন্ন করার জন্য আয়োজক কমিটির সাতটি দল ইতোমধ্যেই বৈঠকও করেছে।

সূত্র : সৌদি গেজেট



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews