বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে সংস্কারের বিভিন্ন প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি এ পর্যন্ত সংস্কারের কত প্রস্তাবে বিএনপি একমত হয়েছে, সেটারও একটা হিসাব দিয়েছেন।
আজ বুধবার ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের সামনে এ হিসাব তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তিনি ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বিএনপি সংস্কারের বিষয়ে একমত নয়—সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে এমন প্রচারিত হচ্ছে; এমন একটা প্রেক্ষাপটে সালাহউদ্দিন আহমদ সংস্কারের বিভিন্ন প্রস্তাবের মধ্যে কতগুলোতে তাঁরা একমত হয়েছেন, সেটা উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘বেশির ভাগ প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি। শতভাগ প্রস্তাবে যদি একমত হতে হয়, তাহলে আলোচনার তো আর দরকার নেই।’