থুনবার্গের মতে, জলবায়ু সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে কাম্পিয়ান সাগর তীরের এই দেশটি নিজেদের অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করছে।

পরিচ্ছন্ন জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ আজারবাইজান। তবে সমালোচকেরা বলেন, আরও বেশি জ্বালানি তেল ও গ্যাস রপ্তানির জন্য দেশটি এ কথা বলে থাকে।

২০০৩ সাল থেকে আজারবাইজানে ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এর আগে তাঁর বাবা হায়দার আলিয়েভ এক দশক আজারবাইজানের প্রেসিডেন্ট ছিলেন। বাবার মৃত্যুর পর ক্ষমতায় বসেন ইলহাম। তাঁর বিরুদ্ধে ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা ও বাক্‌স্বাধীনতার প্রতি দমনপীড়নের গুরুতর অভিযোগ রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews