উপজেলা পরিষদ নির্বাচন প্রচারণা আচরণবিধি লঙ্ঘন এবং উসকানিমূলক বক্তব্য প্রদানে সরিষাবাড়ীর পিংনা ইউনিয়ন পিংনা সুজাত আলী কলেজের অধ্যক্ষ সাইদুল হাছান সাঈদ ও পিংনা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেনকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা ও ডিবি পুলিশ।

শনিবার উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার সাকোয়াত হোসেন ১৬/৬০ নম্বর মামলা দায়ের করেন।

মামলার আরজিতে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে পিংনা ইউনিয়ন পরিষদের সামনে প্রার্থী রফিকুল ইসলাম রফিকের নির্বাচনী প্রচারণায় প্রার্থীর উপস্থিতিতে সরিষাবাড়ী উপজেলা আ’লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও পিংনা সুজাত আলী কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ এবং উপজেলা আ’লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন জয় বক্তব্যে প্রতিপক্ষ প্রার্থীর অ্যাজেন্টদের ভোট কক্ষে ডুকতে দিবে না এবং পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিবে। তাদেরকে হাত-পা বেঁধে যমুনা নদীতে ফেলে দেয়ার হুমকি প্রদান করে।

বক্তব্যে তিনি আরোও বলেন প্রয়োজনে তাদের দাঁত ভেঙ্গে দিবে আর যাদের দাঁত না আছে তাদের চাপার হাড্ডি ভেঙ্গে দেয়া হবে। বিষয়টির একটি ভিডিও ভাইরাল হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা এর তদন্তে সত্যতা খুঁজে পান।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার সাকোয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসফিকুর রহমান বলেন, ‘থানায় মামলা দায়ের করা হয়েছে। আমার থানার অফিসার ফোর্স ও জেলা ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সাঈদ ও মোতাহারকে গ্রেফতার করেছে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews