প্রিমিয়ার লিগ ফুটবলে ডাবল হ্যাটট্রিকের মিশ্বনে নেমেছে বসুন্ধরা কিংস। লিগের শুরুতেই দারুণ এক জয় পেয়েছে ভ্যালেরিউ তিতার শিষ্যরা। গতকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় চট্টগ্রাম আবাহনীকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে টানা পাঁচবারের লিগজয়ী দলটি। লিগ শুরুর দিনে গোল উৎসব করেছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানও। তারা গাজীপুরের শ্বহীদ বরকত স্টেডিয়ামে ৬-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে।

গোল উৎসবে বসুন্ধরা কিংস মোহামেডানের যাত্রাকিংস অ্যারিনায় গতকাল ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা। মিগেলের থ্রু পাস ধরে ডি বক্সে ঢুকে গোল করেন ফরাসি ফুটবলার জারেড খাসা। এরপর নিয়মিত বিরতিতেই গোল করতে থাকে দলটা। খাসা ৩৯ মিনিটে আরও একটি গোল করেন দলের পক্ষে। এর মাঝে ম্যাচের ২৩ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম এবং ২৯ মিনিটে মিগেল ফিগেইরা আরও দুটি গোল উপহার দেন বসুন্ধরা কিংসকে। দ্বিতীয়ার্ধ্বে আরও তিনটি গোল করে ভ্যালেরিউ তিতার শিষ্যরা। ৭০ মিনিটে মজিবুর রহমান জনি ব্যবধান ৫-০ করেন। এরপর রাকিব হোসেন ৭৩ ও ৮৪ মিনিটে আরও দুটি গোল করেন। দারুণ এ জয়ে লিগের শুরুতেই শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে থাকার কথা জানিয়ে রাখল বসুন্ধরা কিংস।

এদিকে প্রিমিয়ার লিগে নতুন খেলতে আসা ওয়ান্ডারার্স ক্লাবকে গতকাল গাজীপুরে তেমন কোনো সুযোগই দেয়নি মোহামেডান। এক সময়কার দুর্দান্ত দাপটের সঙ্গে ফুটবল খেলা ওয়ান্ডারার্স অসহায়ের মতোই আত্মসমর্পণ করে। মোহামেডানের পক্ষে দুটি গোল করেন সুলেমান দিয়াবাতে। এ ছাড়াও একটি করে গোল করেন এমানুয়েল সানডে, মিনহাজুর আবেদিন রাকিব, বোটেঙ আর্নেস্ট ও সৌরভ দেওয়ান। লিগের শুরুতে নিজেদের পুরনো গৌরব ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়ে রাখল মোহামেডান। প্রিমিয়ার লিগে গতকাল আরেক ম্যাচে মুন্সিগঞ্জে ব্রাদার্স ইউনিয়ন ২-১ গোলে হারিয়েছে পুলিশ্ব এফসিকে। ব্রাদার্সের পক্ষে একটি করে গোল করেন মেদি সিসে ও জাকারিয়া। দুই গাম্বিয়ান ফুটবলের গোলে লিগের শুরুতেই জয় পেল ব্রাদার্স। পুলিশ্ব এফসির পক্ষে মানিক হোসেন মোল্লা একটি গোল করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। এদিকে আজ প্রিমিয়ার লিগে ফকিরেরপুল-আবাহনী এবং রহমতগঞ্জ-ফর্টিস মুখোমুখি হচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews