প্রকাশিত : ৭ এপ্রিল ২০২০, ০১:৫৬ পি. এম.

Print

অনলাইন ডেস্ক ॥ সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬০৫ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৮ জনের।

জানা গেছে চিকিৎসাধীন থাকা দুই হাজার ১৬ জনের মধ্যে ৪১ জনের অবস্থা গুরুতর।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত ৫৫১ জন আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।

এদিকে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে মোট ১৩ লাখ ৪৬ হাজার ৪২৮ জন। এরই মধ্যে আক্রান্তদের মধ্যে ৭৪ হাজার ৬৯২ জনের প্রাণহানি ঘটেছে। বর্তমানে চিকিৎসাধীন আছে ৯ লাখ ৯৩ হাজার ১০৬ জন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় আছে ৪৭ হাজার ২৫৫ জন।

প্রকাশিত : ৭ এপ্রিল ২০২০, ০১:৫৬ পি. এম.





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews