দেশের বাজারে ২ দিনের ব্যবধানে সোনার দাম ভরিপ্রতি বেড়েছে ১ হাজার ৪৭০ টাকা। এতে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে প্রায় ১ লাখ ৫৫ হাজার টাকায়। নতুন এই দর দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে সোনার সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা।
বিশ্ববাজারে সোনার দাম আজ মঙ্গলবার প্রতি আউন্স তিন হাজার মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এর আগে গত শুক্রবার ইতিহাসে প্রথমবার সোনার দাম তিন হাজার ডলারে উঠলেও পরে কমে যায়। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্কারোপের ঘোষণার নীতির প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে।