ব্যাংক খাতের শীর্ষ ঋণখেলাপি এখন আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আসলামুল হক। তাঁর দুই প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ ২ হাজার ৪১৮ কোটি টাকা। প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সিএলসি পাওয়ার কোম্পানি ও অপরটি আবাসন খাতের মাইশা প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড। ঋণের বড় অংশ বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকে, কিছু ঋণ রয়েছে রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংকে।

আর চামড়া খাতের আলোচিত ক্রিসেন্ট গ্রুপের দুই প্রতিষ্ঠান দেশের দ্বিতীয় শীর্ষ খেলাপি গ্রাহক। প্রতিষ্ঠান দুটি হলো রূপালী কম্পোজিট লেদার ওয়্যার ও ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস। প্রতিষ্ঠান দুটির ঋণের পরিমাণ ১ হাজার ৭২৮ কোটি টাকা। ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদের। তাঁর ভাই ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার এম এ আজিজের রিমেক্স ফুটওয়্যার লিমিটেডের খেলাপি ঋণের পরিমাণ ১ হাজার ৭৭ কোটি টাকা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews