ব্যাংক খাতের শীর্ষ ঋণখেলাপি এখন আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আসলামুল হক। তাঁর দুই প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ ২ হাজার ৪১৮ কোটি টাকা। প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সিএলসি পাওয়ার কোম্পানি ও অপরটি আবাসন খাতের মাইশা প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড। ঋণের বড় অংশ বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকে, কিছু ঋণ রয়েছে রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংকে।
আর চামড়া খাতের আলোচিত ক্রিসেন্ট গ্রুপের দুই প্রতিষ্ঠান দেশের দ্বিতীয় শীর্ষ খেলাপি গ্রাহক। প্রতিষ্ঠান দুটি হলো রূপালী কম্পোজিট লেদার ওয়্যার ও ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস। প্রতিষ্ঠান দুটির ঋণের পরিমাণ ১ হাজার ৭২৮ কোটি টাকা। ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদের। তাঁর ভাই ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার এম এ আজিজের রিমেক্স ফুটওয়্যার লিমিটেডের খেলাপি ঋণের পরিমাণ ১ হাজার ৭৭ কোটি টাকা।