কোরবানির ঈদে আর এমন কি সাজ-পোশাক? সারাটা দিনই তো চলে যায় শত ব্যস্ততায়। তবে যত ব্যস্ততাই থাকুক, ঈদের আমেজ বলে কথা। তাছাড়াও ঈদের দিন না হলেও তার পরদিন একটু তো পরিপাটি হতেই হয়। তবে কাজকর্ম মাথায় রেখেই হওয়া চাই পোশাকের ধরন। মার্কেটগুলোতে খুব একটা ভিড় দেখা না গেলেও অনলাইনে মোটামুটি সক্রিয় আছেন ক্রেতারা, জানালেন বিভিন্ন অনলাইন পেইজের স্বত্বাধিকারীরা। ঈদের আগের দিন পর্যন্ত পোশাক বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে বিভিন্ন অনলাইন পেইজ। 


নতুন মোটিফে ঈদ ফ্যাশন

কথা হয় নীলান্তি পেইজের স্বত্বাধিকারী প্রমা মৈত্রীর সঙ্গে। মূলত হাতের কাজ ও ব্লক নিয়েই কাজ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই হাতের কাজের বেশ চাহিদা। তার সঙ্গে বাঙ্গালিয়ানার বেশ কিছু মোটিফ, যেমন- মাটির পুতুল, গ্রাম বাংলার নারী, পুতুল নাচ, পুরনো দিনের নওয়াব কিংবা রানীদের চিত্র ব্লক এবং হাতের কাজ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। যেন একেকটি শাড়ি এবং কামিজ একেকটি কাহিনী তুলে ধরছে। আপনার পড়নের বসনেই পাওয়া যাবে গ্রাম বাংলার সংস্কৃতি। যেমন কথকলি নৃত্য, আছে মণিপুরি নৃত্য, কিংবা বেগম মমতাজের চিত্র।

তবে শাড়ি এবং কামিজ ছাড়াও এবার ঈদে ক্রেয়াতদের চাহিদা অনুযায়ী নিয়ে আসা হয়েছে খাদি কাপড়ের কাফতান এবং গাউন। হালকা স্ট্রাইপ ডিজাইনের উপর থাকছে ফুলেল মোটিফের কাজ। যা একইসঙ্গে আরামদায়ক এবং ফ্যাশনেবলও।

ব্লকের পাশাপাশি হ্যান্ড পেইন্টের চাহিদার কথা জানালেন তাসমিয়া’স ক্রাফটোপিয়া পেইজের স্বত্বাধিকারী তাসমিয়া আবদুল্লাহ। আরামদায়ক সুতি এবং লিনেনের উপর হ্যান্ড পেইন্ট করে ফুটিয়ে তোলা হচ্ছে কদম ফুল, কাঠগোলাপ কিংবা মাটির টেপা পুতুল।

তল্পিতল্পা
রয়েছে উজ্জ্বল রঙের প্রাধান্য
কিশোর বয়স থেকে শুরু করে মধ্য বয়সের নারীদের কথা চিন্তা করেই পোশাকের রঙে প্রাধান্য দেওয়া হচ্ছে। উজ্জ্বল হাতের কাজগুলো ফুটিয়ে তোলা হচ্ছে কমলা, মেটে সবুজ, নীল, হলুদ রঙে। আবার উজ্জ্বল রঙের পাশাপাশি একটু হালকা রঙের পোশাকও রাখছে তল্পিতল্পা পেইজটি। যেমন হালকা গোলাপি, হলুদ, আসমানী রঙের কামিজ থাকছে এই পেইজে। আবার একই সঙ্গে অনেকগুলো রঙের সমারোহও দেখা যাবে এই থ্রি- পিসগুলোয়।

দরদাম
ব্লক, হ্যান্ড পেইন্ট এবং হাতের সুঁই-সূচের কারুকার্যময় পোশাকের দরদাম হবে ভিন্ন। নীলান্তির শাড়ি ও কামিজের কাপড়ের দাম পড়বে ৬০০ টাকা থেকে ৩ হাজার ৫০০ টাকার  মধ্যে। খাদি কাপড়ের গাউন এবং কাফতান পাওয়া যাবে হাজার থেকে শুরু করে ২ হাজার ৫০০ এটাকার মধ্যে। তাসমিয়া’স ক্রাফটোপিয়ার কামিজের দাম শুরু হবে ১ হাজার টাকা থেকে। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews