অনুষ্ঠানে জুরিদের পাশাপাশি পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তাদের স্বজন, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন, যুব কার্যক্রম ও ইভেন্টের প্রধান সমন্বয়কারী মুনির হাসান।

সাধারণের মধ্যে থেকেও যাঁরা অসাধারণ, এমন এসএমই উদ্যোক্তাদের সম্মানিত করতে ২০২১ সালে এ পুরস্কার প্রবর্তন করে আইডিএলসি ফিন্যান্স ও প্রথম আলো। চলতি বছরের জন্য গত ১২ মার্চ ভার্চ্যুয়াল মাধ্যমে আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার-২০২৩–এর কার্যক্রম উদ্বোধন করা হয়। তারপর ২০ মে পর্যন্ত অনলাইন ও অফলাইনে এসএমই উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন নেওয়া হয়। এ সময়ে মোট ১ হাজার ৫৭৬টি আবেদন জমা পড়ে। এরপর জুরিবোর্ড কয়েক দফা যাচাই-বাছাই করে পাঁচটি প্রতিষ্ঠানকে বিজয়ী হিসেবে চূড়ান্ত করে। এ ছাড়া দুটি প্রতিষ্ঠানকে সম্মানজনক স্বীকৃতি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews