গাজায় আরো এক ইসরাইলি সৈন্য আত্মহত্যা করেছে। এ নিয়ে গাজা যুদ্ধে আত্মহত্যাকারী সেনার সংখ্যা ৪২ জনে দাঁড়িয়েছে।
রোববার (২১ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গত দুই সপ্তাহে চতুর্থবারের মতো আরো এক সৈন্য আত্মহত্যা করেছেন।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রশিক্ষণরত সৈনিক ড্যান ফিলিপসন -যিনি নরওয়ের বাসিন্দা- মঙ্গলবার দক্ষিণ ইসরাইলের একটি প্রশিক্ষণ ঘাঁটিতে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৯ জন সৈন্য আত্মহত্যা করেছেন। আর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৪২ জন সৈন্য আত্মহত্যা করেছেন।
সূত্র : আল জাজিরা