তারেক রহমানকে নিয়ে যে অশ্লীল অশ্রাব্য স্লোগান দেওয়া হচ্ছে তার পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

শনিবার (১২ জুলাই) রনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, যারা টিনের চালে কাউয়া তারেক রহমান... কিংবা ১২৩৪ তারেক রহমানের পু... মার কিংবা চাঁদা দেই পল্টনে, চলে যায় লন্ডনে, চাঁদা লাগলে চাঁদা নে, আমার ভাইয়ের জীবন দে ইত্যাদি স্লোগানে বুয়েট-ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজপথ কাঁপাচ্ছেন তাদের নেতাদের নিয়ে যদি ছাত্রদল-যুবদল অনুরূপ স্লোগান দেয় তবে রাজনীতি কেবল স্লোগানে আবদ্ধ থাকবে না।

তারেক রহমানকে নিয়ে অশ্লীল স্লোগানের পরিণতি ভালো হবে না

তিনি বলেন, খুর, চাপাতি, রামদা, রগকাটা, কাটাবন্দুক, গুলি, বোমার অতীত ইতিহাস থেকে একে-৪৭ স্নাইপারের নয়া ঝনঝনানি শুরু হবে। আর তাতে করে সবচেয়ে খুশি হবে তারা, যারা দেশটাকে জঙ্গি বানিয়ে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে চায়।

এমএইচএ/এএমএ/এমএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews