দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরিতে টেস্টে ষষ্ঠ শতকের দেখা পেয়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস। বুলাওয়ায়ো টেস্টের দ্বিতীয় দিনে ১৬৪ বলের ইনিংসে ১৬ চারসহ ১৩৭ রান করেন তিনি।

এ সেঞ্চুরির মাধ্যমে উইলিয়ামস ছুঁয়ে ফেলেছেন গ্রান্ট ফ্লাওয়ার ও ব্রেন্ডান টেইলরের রেকর্ড। টেস্টে জিম্বাবুয়ের হয়ে তিনজনেরই এখন ৬টি করে সেঞ্চুরি। তালিকার শীর্ষে রয়েছেন ১২ শতকে অ্যান্ডি ফ্লাওয়ার।

মাত্র ২১ টেস্টেই এই মাইলফলক ছুঁয়েছেন ৩৮ বছর বয়সী উইলিয়ামস। জিম্বাবুয়ের ২৫১ রানের ইনিংসে একমাত্র উল্লেখযোগ্য অবদান ছিল তার ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ৩৬ রান অধিনায়ক ক্রেইগ আরভাইনের।

২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা উইলিয়ামস টেস্টে ফিরেছেন গত বছরের জুলাইয়ে, তিন বছরের বেশি সময় পর। এরপর খেলা ১৩ ইনিংসে চারবার পঞ্চাশ ছাড়িয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews