অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের চোখের অপারেশনের তারিখ ছিল সোমবার (২১ জুলাই)। রাজধানীর বাংলাদেশ চক্ষু হাসপাতালে তিনি চিকিৎসার জন্য যান। চোখের অপারেশন করাতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলাকালীন জানতে পারেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহ ঘটনা। তিনি চোখের অপারেশন না করেই সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) হাসপাতালে ছুটে যান। শুধু তাই নয়; আজ মঙ্গলবার সকাল ৮টার আগেই হাজির হন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আহত ও দগ্ধ বাচ্চাদের চিকিৎসার খোঁজখবর নেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে চিকিৎসা সেবার সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, বাইরে লোকজনের ভিড়ের কারণে বাচ্চাদের হাসপাতালে নিতে দেরি হয়েছে। ভিড় কম হলে আরও আগে হাসপাতালে আনা যেত।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, সোমবার (২১ জুলাই) আমার চোখ অপারেশনের জন্য বাংলাদেশ চক্ষু হাসপাতালে গিয়েছিলাম। পরে এ ধরনের ঘটনার খবর শুনতে পাই। সিএমএইচ হাসপাতালে ছুটে যাই।

এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমানও চিকিৎসার খোঁজ-খবর রাখছেন। মঙ্গলবার সকালে তিনি গণমাধ্যমকে বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে একটি মেডিকেল টিম মঙ্গলবার রাতের মধ্যে ঢাকায় এসে পৌঁছাবে। এই টিমে একজন সিনিয়র কনসালট্যান্ট ও দুজন নার্স থাকবেন। বুধবার থেকে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসাসেবায় যুক্ত হবেন।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান ইনকিলাবকে বলেন, উপদেষ্টা স্যার অসুস্থ। সোমবার ওনার চোখের অপারেশন ছিল। অপারেশন করাতে হাসপাতালেও অবস্থান করেন। কিন্তু এরমধ্যে জানতে পারেন বিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহ ঘটনা। তিনি অপারেশন না করিয়ে সেই সময়েই সিএমএইচ হাসপতালে ছুটে যান। একই সঙ্গে মঙ্গলবার সকাল ৭টার মধ্যে তিনি এই শরীর নিয়ে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হাজির হয়েছেন। এছাড়া তিনি সার্বক্ষনিক বাচ্চাদের চিকিৎসা সেবার খোঁজ খবর নিচ্ছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আহত ও নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাসসহ বিভিন্ন হাসপাতাল। এর মধ্যে উৎসুক জনতা, রক্তদানে আগ্রহী স্বেচ্ছাসেবী ও অন্যান্যদের ভীড়ে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, চিকিৎসকরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। কারো মধ্যে কোনো ক্লান্তি নেই। তবে হাসপাতালে স্বজনদের ভীড় না বাড়াতে অনুরোধ করেছেন তিনি।

উল্লেখ্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মোট ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews