পরিচয়ের ৯ বছর পর গত সপ্তাহে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্ববাসী তা বুঝতে পেরেছে ১১ আগস্ট ইনস্টাগ্রামে জর্জিনার এক পোস্টে।

আংটি পরা হাত রোনালদোর হাতের ওপর রেখে তোলা ছবি পোস্ট করে ক্যাপশনে জর্জিনা লেখেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।’

তারপর থেকেই শুরু হয় আলোচনা। রোনালদোর বাগদানের এই আংটির দাম কত, আংটিতে বসানো রত্নটি কোন পাথর—এসব আরকি।

ইতিমধ্যে আংটির আনুমানিক দামও বের করে ফেলেন গয়নার বিশেষজ্ঞরা। বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ও লাইফস্টাইল প্রকাশনা ‘এল’-এর অস্ট্রেলিয়া সংস্করণ এক গয়নার বিশেষজ্ঞের কাছে জেনেছে, এই আংটির দাম ১ কোটি ডলারের (প্রায় ১২১ কোটি ৫২ লাখ টাকা) বেশি হতে পারে। তবে দামের বিষয়ে ভিন্নমতও আছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews