ওয়ানডের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে প্রথমবার মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিং নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। 

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় খেলা শুরু হয়।

শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে ১-০ ব্যবধানে সিরিজ হারের পর রঙিন পোশাকের মিশন শুরু হলো বাংলাদেশের। 

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ২০ বছর পর পঞ্চপাণ্ডবদের (সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ) ছাড়াই ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। এতদিন এই পাঁচজনের কেউ না কেউ দলে ছিলেনই।

শেষবার এই পাঁচজনের একজনও ছিলেন না এমন ওয়ানডে হয়েছিল ২০০৫ সালে আর প্রেমাদাসাতে। কাঁকতালীয়ভাবে এবার একই মাঠে পঞ্চপাণ্ডবহীন মেহেদির নতুন বাংলাদেশ নামছে। 

দুই অভিষিক্ত ক্রিকেটার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ওয়ানডে অভিষেক হচ্ছে উইকেটকিপার–ব্যাটার পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার তানভীর হোসেনের। অন্যদিকে, স্বাগতিক দলেও এক অভিষেক হচ্ছে। প্রথম ওয়ানডে খেলতে নামছেন পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকে।

আর সিরিজে দশম থেকে নবম স্থানে ওঠার ভালো সুযোগ টাইগারদের সামনে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাত্র ১টি জয় পেলেই র‌্যাংকিংয়ে নবম স্থানে উঠবে বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ

নিশান মাদুস্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ থিকশানা, ইশান মালিঙ্গা ও আসিথা ফার্নান্দো।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews