শান্তি ও স্থিতিশীলতার আহবানে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে জনসভা ও র‍্যালি কর্মসূচি করছে জাকের পার্টি। ২০ সেপ্টেম্বর শুরু হওয়া এ কর্মসূচি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।

প্রতিটি ইউনিয়নে জনসভা শেষে স্বস্তি, সুখ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় মুনাজাত অনুষ্ঠিত হচ্ছে। জনসভাগুলোতে জাকের পার্টি, সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের বিভিন্ন স্তরের নেতারা অংশ নিচ্ছেন।

আরও পড়ুন

আরও পড়ুন

দাগনভূঞার মমারিজপুর উচ্চ বিদ্যালয় সুবর্ণজয়ন্তীতে নবীন-প্রবীণের মিলনমেলা

দাগনভূঞার মমারিজপুর উচ্চ বিদ্যালয় সুবর্ণজয়ন্তীতে নবীন-প্রবীণের মিলনমেলা

সভায় বক্তারা চলমান পরিস্থিতি তুলে ধরে জনজীবনে অস্থিরতা, শঙ্কা ও অনিশ্চয়তা নিরসনে ঐক্যবদ্ধ প্রয়াস, ধৈর্য ও সহনশীলতার গুরুত্বের ওপর জোর দেন। একই সঙ্গে তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য খেটে খাওয়া মানুষের নাগালে রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন ও যথাযথ বিচার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাও উল্লেখ করেন।

এ সময় বক্তারা বলেন, একটি স্থিতিশীল বাংলাদেশের অগ্রযাত্রায় সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। প্রতিটি জনসভা শেষে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান দিয়ে র‍্যালি বের করে জাকের পার্টি। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews