সুনামগঞ্জ-২ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সুরঞ্জিতের স্ত্রী জয়া

কুসিকে মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা

আগামী ৩০ মার্চ অনুষ্ঠিতব্য সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তা। আর কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আঞ্জুম সুলতানাকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান উপ-নির্বাচনে আবদুল মতিন ভূঞাকে দল সমর্থিত একক প্রার্থী করা হয়েছে। গতকাল রবিবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাদের মনোনয়ন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সুনামগঞ্জ-২ আসনটি শূন্য হয়। উপ-নির্বাচনে মোট আট প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আবেদন করেন। মনোনয়ন প্রত্যাশীরা হলেন জয়া সেনগুপ্তা, মো.সামছুল হক চৌধুরী, মো.মতিউর রহমান, অ্যাডভোকেট মো.সামসুল হক, আজিজুস সামাদ আজাদ, অবনী মোহন দাস, দীপক চৌধুরী ও অনুকুল তালুকদার।

এদিকে আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে ১২ প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন মোহাম্মদ মাহাবুবুর রহমান, মো. কামাল চৌধুরী, নূর-উর রহমান মাহমুদ তানিম, আঞ্জুম সুলতানা, মো. কবিরুল ইসলাম শিকদার, আরফানুল হক রিফাত, G.Gm.Gg কামরুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. শফিকুল ইসলাম শিকদার, মো. ওমর ফারুক, মোহাম্মদ শাহজাহান, মো.শফিউর রহমান। দ্বিতীয় বারের মতো এ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হলেও দলীয় ভিত্তিতে এই প্রথম বারের মতো শুধু মেয়র পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews