দেশের খেলাধুলার উন্নয়নে ১৩৫ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল ‍মুহিত।

ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য আলাদা বাজেট থাকলেও সেটা পর্যাপ্ত নয়। যে কারণে অনেক ফেডারেশন দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ বা প্রতিযোগিতা আয়োজন করতে পারে না। তাই বুধবার অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে ১৩৫ কোটি টাকা দেওয়ার অনুরোধ জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন  শিকদার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি  কাজী সালাউদ্দিন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এবং ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
১৩৫ কোটির মধ্যে ১২০ কোটি প্রশিক্ষণ, প্রতিযোগিতায় অংশগ্রহণ ও আয়োজন এবং ১৫ কোটি টাকা উচ্চ মাধ্যমিক পর্যায়ে শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার জন্য ব্যয় করা হবে।
এ বিষয়ে বাফুফে সভাপতি বলেছেন, ‘ট্রেনিং প্রোগ্রামে ক্রীড়ার বাজেট সব সময় থাকে না। ক্রীড়ামন্ত্রী ও সচিব আমাদের সবাইকে নিয়ে আলাপ করে স্পোর্টসের জন্য প্র্যাকটিকাল বাজেট করেছেন। শুধু স্টেডিয়াম তৈরি নয়, ট্রেনিংও যেন হয় সেটাই আমরা অর্থমন্ত্রীর কাছে জানিয়েছি। তিনি আমাদের টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন।’
একই কথা জানিয়েছেন বিওএ মহাসচিব, ‘দীর্ঘমেয়াদে প্রশিক্ষণের জন্য অর্থ প্রয়োজন। আমাদের অনুরোধ শুনে আগামী বাজেটে কিছু করার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী।’

ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এই বাজেটের ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘বাজেটে প্রশিক্ষণ, প্রতিযোগিতা আয়োজন ও অংশগ্রহণের জন্য বরাদ্দ অর্থ পর্যাপ্ত নয়। এ তিনটি ক্ষেত্রে আমাদের ১২০ কোটি টাকা প্রয়োজন।’

প্রধানমন্ত্রীর নামে শেখ হাসিনা জাতীয় গোল্ডকাপ ফুটবল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। অনূর্ধ্ব-১৭ বছর বয়সীদের এ প্রতিযোগিতার জন্য ১৫ কোটি টাকা প্রয়োজন। এ প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর মন্তব্য, ‘শেখ হাসিনা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট দেশ জুড়ে হবে। এই প্রতিযোগিতার জন্য আমরা ১৫ কোটি টাকা চেয়েছি, আর অর্থমন্ত্রী আমাদের সেটা দেওয়ার আশ্বাসও দিয়েছেন।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews