নূরুন নাহার লাকী সহকারী শিক্ষক, বাহরাম খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ

সুপ্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘অধ্যায় তিন : জীবনের জন্য পানি’ থেকে ৩টি অধ্যায়ভিত্তিক কাজের সমাধান এবং ২টি যোগ্যতাভিত্তিক ও সাধারণ কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
অধ্যায়ভিত্তিক কাজের সমাধান
প্রশ্ন : উদ্ভিদ ও প্রাণীর কেন পানি প্রয়োজন?
উত্তর : জীবনের জন্য পানি একটি অত্যাবশ্যকীয় উপাদান। পানি ছাড়া কোনো উদ্ভিদ ও প্রাণীই বেঁচে থাকতে পারে না। মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে উদ্ভিদ বেঁচে থাকে এবং নিজের খাদ্য নিজেই তৈরি করে। অন্য দিকে প্রাণী উদ্ভিদের মতো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এরা উদ্ভিদের ফল, পাতা ও শস্যদানা খাবার হিসেবে গ্রহণ করে। প্রাণীর খাদ্য পরিপাকের জন্য পানি মাধ্যম হিসেবে কাজ করে। আমাদের শরীরের সঠিক তাপমাত্রা বজায় রাখতেও পানি দরকার। পানি ছাড়া উদ্ভিদ ও প্রাণীর কোষ নির্জীব হয়ে পড়ে। অর্থাৎ পানি না থাকলে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব বিলীন হয়ে যেত।
প্রশ্ন : পানি কোথা থেকে আসে এবং কোথায় যায়?
উত্তর : পানি মেঘ হতে বৃষ্টির মাধ্যমে মাটিতে শোষিত হয় অথবা নদীতে গড়িয়ে পড়ে। মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হয়। এসব নদী, সাগরের পানি সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়। এই বাষ্পীভূত পানি আবার ঘনীভূত হয়ে মেঘের রূপ ধারণ করে।
প্রশ্ন: আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি?
উত্তর: মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানিই হলো নিরাপদ পানি। আমরা আমাদের পানিকে নানাভাবে দূষিত করছি। ফলে নিরাপদ পানির জন্য এসব পানিকে ফুটিয়ে, থিতিয়ে, ছাঁকন ও অন্যান্য রাসায়নিক প্রক্রিয়ায় বিশুদ্ধ করে নিরাপদ পানিতে রূপান্তর করা যায়। এ ছাড়া নলকূপের পানিও নিরাপদে পান করা যায়, তবে লক্ষ রাখতে হবে যে নলকূপের পানি যাতে আর্সেনিকযুক্ত না হয়।
যোগ্যতাভিত্তিক ও সাধারণ কাঠামোবদ্ধ প্রশ্ন
প্রশ্ন : আমাদের প্রাত্যহিক জীবনে পানির পাঁচটি ব্যবহার লিখ।
উত্তর: আমাদের প্রাত্যহিক জীবনে পানি নানা প্রয়োজনে ব্যবহার করা হয়। নিম্নে আমাদের প্রাত্যহিক জীবনে পানির পাঁচটি ব্যবহার দেয়া হলোÑ
১. রান্নার কাজে ব্যবহার করা হয়।
২. গোসল, শৌচাগারে, কাপড় ধোয়া ও অন্যান্য বস্তু ধোয়ার কাজে পানি ব্যবহার করা হয়।
৩. সেচের কাজে পানি ব্যবহার করা হয়।
৪. অগ্নি নির্বাপণ কাজে পানি ব্যবহার করা হয়।
৫. তৃষ্ণা নিবারণের জন্য আমরা বিশুদ্ধ পানি পান করি।
প্রশ্ন : পানির অপচয় করলে আমাদের জীবনে কিরূপ প্রভাব পড়বে?
উত্তর : পানির অপচয় করলে আমাদের নানা ধরনের সমস্যায় পতিত হতে হবে। পানির অপচয় করলে আমাদের জীবনে যেরূপ প্রভাব পড়বে তা হলোÑ
১. নদী-নালা, খাল-বিল ও পুকুরের পানি শুকিয়ে যাবে।
২. বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দিবে।
৩. প্রয়োজনের সময় মানুষ পানি পাবে না।
৪. মাটির নিচের পানির স্তর নেমে যাবে।
৫. কৃষিকাজে সেচের ব্যাঘাত হবে।
৬. পরিবেশের ভারসাম্য নষ্ট হবে।
৭. পানির অভাবে উদ্ভিদ ধ্বংস হয়ে যাবে ইত্যাদি নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews