রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে সেতুবন্ধন হচ্ছে নির্বাচন—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আজ সোমবার (২৩ জুন) সকালে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল আয়োজিত সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, “কোনো রাজনৈতিক দল জনপ্রিয় কিংবা জনপ্রিয় নয়—এটি জানার একমাত্র মাধ্যম হলো নির্বাচন। নির্বাচন ব্যতীত জনপ্রিয়তার কোনো মাপকাঠি নেই। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ বলি, কারণ তিনি যতগুলো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন, প্রতিটি নির্বাচনে লক্ষ লক্ষ ভোটে জয়লাভ করেছেন। খুনি শেখ হাসিনাও তিনটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনে পরাজিত হয়েছিলেন।”

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীর “জাতীয় নির্বাচনে এনসিপি ৩০০ আসনে জয়লাভ করবে”—এমন বক্তব্যের সমালোচনায় নাছির বলেন, “আগামী জাতীয় নির্বাচনে ভোট কারচুপি করতে এবং ইঞ্জিনিয়ার্ড ইলেকশনের যে তত্ত্বটি বাংলাদেশের রাজনীতিতে পরিচিত, সেটি বাস্তবায়নের লক্ষ্যেই তিনি এ বক্তব্য দিয়েছেন।”

তিনি আরও বলেন, “নাসির উদ্দিন পাটোয়ারীকে বলতে চাই—আপনি আপনার জন্মস্থান চাঁদপুরে গিয়ে দুই-একটি সভা-সমাবেশ করে দেখান। তারপর জনগণই বিচার করবে আপনি একটি আসন পাবেন, না কি ৩০০ আসন।”



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews