জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মজয়ন্তী আজ। এ উপলক্ষে ছায়ানট মিলনায়তনে চলছে দুই দিনের নজরুল উৎসব। গতকাল (বুধবার) এই উৎসব শুরু হয়েছে।

প্রথম দিন ছিল কথন, গান, আবৃত্তিসহ নানা আয়োজন। এদিন সন্ধ্যায় ছায়ানটের ছোটদের দল পরিবেশন করে গান ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’। এরপর স্বাগত বক্তব্য রাখেন ছায়ানটের সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল। বক্তৃতা করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। এছাড়া ছিল নাচ, গান ও আবৃত্তি। ‘আজি রক্ত নিশিভোরে’ গানের সঙ্গে নৃত্যগীত পরিবেশন করে ছায়ানটের বড়দের দল।

একক সঙ্গীতে ডালিয়া নওশীন ‘তোমার বুকের ফুলদানিতে’, মোহিত খান ‘ফুলের জলসায় নীরব কেন কবি’ গানগুলো পরিবেশন করেন। একক আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। সম্মেলিত কণ্ঠে ‘তোরা সব জয়ধ্বনি কর’ গানের মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের আয়োজন।

এমএমজেড/এআরএস/পিআর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews