২১ সেপ্টেম্বর ২০২২। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে তাঁর দেশের যুদ্ধ নিয়ে ধরা বাজিকে এক বিপজ্জনক উচ্চতায় নিয়ে গেলেন। ঘোষণা করলেন, আংশিক সেনা সমাবেশের; হুমকি দিলেন দেশের ভূখণ্ড রক্ষায় প্রয়োজনে পারমাণবিক বোমা ব্যবহারের।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে এদিন (গত বুধবার) পুতিন বলেন, ‘এটা কোনো ধাপ্পাবাজি নয়। যারা পারমাণবিক অস্ত্র নিয়ে আমাদের ব্ল্যাকমেলের চেষ্টা করছে, তাদের এটা জেনে রাখা উচিত, হাওয়া তাদের দিকে ঘুরে যেতে পারে।’

পুতিনের ভাষণের পর রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু বলেন, আংশিক সেনা সমাবেশের অধীন প্রায় তিন লাখ রিজার্ভ সেনা ডাকা হবে। তবে প্রকৃত সংখ্যা হতে পারে অনেক বেশি। প্রেসিডেন্টের এ–সংক্রান্ত ডিক্রি জনসমক্ষে পুরোপুরি প্রকাশ করা হয়নি। যে আংশিক প্রকাশিত হয়েছে, তাতে রিজার্ভ সেনা নিয়ে প্রকৃত লক্ষ্যমাত্রার উল্লেখ নেই। অস্পষ্ট কিছু শব্দচয়ন ছাড়া সেনা সমাবেশের শর্তাবলিরও উল্লেখ নেই। রাশিয়ার নিরপেক্ষ ধারার পত্রিকা নোভায়া গেজেটা ক্রেমলিনের এক সূত্রের বরাত দিয়ে বলেছে, ডিক্রির অপ্রকাশিত একটি ধারায় এ সংখ্যা বলা হয়েছে এক মিলিয়ন (১০ লাখ)। অবশ্য ক্রেমলিন এ খবর নাকচ করে দিয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews