ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৮৪টি মসজিদ ও মাদরাসায় ১৪ লাখ টাকা অনুদান দিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

শনিবার (১৯ জুলাই) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় একটি মিলনায়তনে মসজিদের ইমাম, খতীব, মাদরাসার মুহতামিম ও সভাপতিদের সাথে এক মতবিনিময় সভা শেষে এই অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বৃহত্তর ময়মনসিংহ ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা খন্দকার আবুল ফজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হক আযীযী, বৈরাটি গোরস্থান মাদরাসার মুহতামিম মাওলানা আবুল কালাম আজাদ, ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের খতীব মুফতি আহসানউল্লাহ কাসেমীসহ অন্যান্য ইমাম ও খতীবগণ।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, শরীফ আহমেদ জায়েদী এবং পৌর বিএনপির সদস্য সচিব নুরে আলম জিকু।

বক্তারা বলেন, দেশের ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ সমাজে ধর্মীয় মূল্যবোধ ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে প্রত্যেক মসজিদ ও মাদরাসা কর্তৃপক্ষের হাতে অনুদানের নির্ধারিত অংশ তুলে দেয়া হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews