যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার। দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে ১১ বিলিয়ন ডলার। আগামীতে এটি আরও বাড়বে আশাবাদী সংশ্লিষ্টরা। এই ধারাবাহিকতায় বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বাড়াতে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের বার্ষিক ট্রেড শো। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই শোতে আমেরিকার পণ্য এবং পরিষেবা তুলে ধরা হবে। ঢাকায় যুক্তরাষ্ট্রের দুতাবাস এবং আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি ইন বাংলাদেশ (অ্যামচেম) যৌথভাবে এই আয়োজন করেছে। ২৯তম বারের মতো শুরু হচ্ছে এই প্রর্দশনী। আগামী ১১ মে শনিবার এই প্রর্দশনী শেষ হবে। চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

গতকাল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর জন ফে, অ্যামচেমেরÑ প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ, সংগঠনটির নির্বাহী পরিচালক মো. শাহাদাত হোসেন এবং আমেরিকান কোম্পানি ওরাকল বাংলাদেশের সিইও রুবাবা দৌলা। আয়োজকরা জানান, এই আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি বাংলাদেশে দেশটির বিনিয়োগ বাড়বে।

ঢাকায় মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর জন ফে বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশে মার্কিন কোম্পানিগুলোর উচ্চমানের পণ্য প্রদর্শনের সুযোগ পাওয়া যাবে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার করতেও সাহায্য করবে। জন ফে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য অন্যতম বাণিজ্যিক অংশীদার। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ১১ বিলিয়ন ডলার। আগামীতে এটি আরও বাড়বে। এছাড়াও মেলার মাধ্যমে প্রযুক্তি হস্তান্তরসহ উভয় দেশের জন্য সম্ভাবনার দ্বার উম্মুক্ত হবে।

অ্যামচেমের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, বাংলাদেশে বিনিয়োগের অন্যতম সমস্যা আমলাতন্ত্র। এছাড়াও লজিস্টিক সাপোর্টের অভাব রয়েছে। এই সমস্যা দুর হলে বিনিয়োগ বাড়বে। তিনি জানান, তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে জ্বালানি, কৃষি-যান্ত্রিকীকরণ এবং খাদ্য ও পানীয়সহ বিভিন্নখাতে বাংলাদেশে সক্রিয় যুক্তরাষ্ট্রের ৪৪টি কোম্পানি তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। তবে বুথের স্টলের সংখ্যা হবে ৭৯টি। এতে ১০০টিরও বেশি আমেরিকান পণ্য প্রদর্শন করবে। আর ৪৪টি কোম্পানির মধ্যে এ বছরই ৩৬ কোম্পানি নতুন অংশ নেবে। প্রদর্শনীতে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৩০ টাকা। তবে শিক্ষার্থীরা পোশাক পরিহিত থাকলে অথবা পরিচয়পত্র সাথে থাকলে বিনামূল্যে প্রবেশ করতে পারবে।

১৯৯২ সালে শুরু হওয়া এ প্রদর্শনীটি বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান বার্ষিক ব্যবসা অনুষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিবছর হাজার হাজার দর্শক প্রদর্শনীতে আসছে বলে জানান সৈয়দ এরশাদ। আগামীকাল বৃহষ্পতিবার ৯ মে সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিশেষ অতিথি থাকবেন ডাক এবং টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়াও উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এবং অ্যামচেমের প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ।
তিন দিনব্যাপী এই আয়োজনে প্রদর্শনীর পাশাপাশি পাঁচটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারগুলোর শিরোনাম হলো, ‘অন্তর্ভুক্তিম‚লক উদ্ভাবন: কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নারীর ক্ষমতায়ন’, ‘আমদানিকারকদের জন্য যুক্তরাষ্ট্রে রপ্তানির অনুমোদন’, যুক্তরাষ্ট্রে পড়াশোনা ও শিক্ষার্থী ভিসা’, ‘বেসরকারি খাতে ইউএস এইডের উন্নয়ন কর্ম’ এবং ‘যুক্তরাষ্ট্রে ব্যবসা ও ব্যবসায়ী ভিসা’।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews