পরপারে পাড়ি জমিয়েছেন রেসলার ‘দ্য আরয়ন শেখ’। ৮১ বছর বয়সে মারা গেছেন তিনি।

ওয়ার্ল্ড রেসলিং এন্টারনেইটমেন্টের (ডব্লিউডব্লিউই) সাবেক এই তারকার মৃত্যুর খবর তার নিজের টুইটার পেজ থেকেই ভক্তরদের জানানো হয়েছে।

আমেরিকায় জনপ্রিয়তা পেলেও এই আয়রন শেখের আসল দেশ ইরান। মূল নাম হোসেন খসরু আলী ভাজিরি। ইরানেই তিনি রেসলিং চর্চা শুরু করেছিলেন।

আশির দশকে যুক্তরাষ্ট্রে আয়রন শেখ বেশ প্রসিদ্ধি লাভ করেন। তাকে বিবেচনা করা হতো রেসলিংয়ের ‘সেরা খল চরিত্র হিসেবে। বাঁকানো জুতা পরে প্রতিপক্ষকে মুখ চেপে ধরে ঘায়েল করার জন্য বিখ্যাত ছিলেন। এছাড়াও খোদ মার্কিন মুলুকে দাঁড়িয়েই তিনি পোষণ করতেন যুক্তরাষ্ট্র বিদ্বেষী মনোভাব।

আয়রন শেখ ১৯৮৩ সালে তৎকালীন ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনের চ্যাম্পিয়ন হয়েছিলেন। তবে মাত্র এক মাস পর হাক হোগানের কাছে চ্যাম্পিয়নের বেল্ট হারিয়েছিলেন তিনি।এছাড়া আয়রন শেখ আরব পুরুষদের মাথায় দেওয়ার বিশেষ পোশাক কেফিয়েহ পরে রেসলিংয়ের মঞ্চে উপস্থিত হতেন।

বিডি প্রতিদিন/নাজমুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews